সোমবার, ১১ জুলাই, ২০১৬, ০৯:১৩:৫৮

মুকেশ আম্বানির বাড়ির মাসিক বিদ্যুৎবিল কোটি টাকা

 মুকেশ আম্বানির বাড়ির মাসিক বিদ্যুৎবিল কোটি টাকা

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের শীর্ষ ধনকুবে মুকেশ আম্বানি।  তার ২৭ তলার বাড়িটি স্বচ্ছ কাঁচে ঘেরা।  বাড়িটিতে রয়েছে গাড়ির পার্কিং, ওয়ার্কশপ, তিনটি হ্যালিপেড, থিয়েটার, জিম, সুইমিং পুল ও ব্যাবিলনের শূন্য উদ্যানের আদলে ঝুলন্ত বাগানবাড়ি।

৬০ তলার সমান উঁচু এ দালানকে কেউ কেউ বলে থাকেন সম্পদের অশ্লীল বহিঃপ্রকাশের নবসূচনা।  ছয়জন মানুষের ছোট পরিবারের জন্য এমন বাড়ি খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর, যেখানে ১৬৮টি গাড়ি এবং ফুলটাইম ব্যক্তিগত সহকারী রয়েছে ৬০০ জন।

২০১২ সাল থেকে নতুন বাড়ি ‘অ্যান্টিলিয়া’য় থাকছেন ধনীতম ভারতীয় মুকেশ অম্বানি।  সঙ্গে রয়েছেন স্ত্রী এবং তিন সন্তান।  

শোনা যায়, বাড়িটি বানাতে ভারতীয় মুদ্রায় খরচ হয়েছে ৬৭১৬ কোটি ৪৯ লাখ ৫০ হাজার রুপি।  এ বাড়ির এক মাসের বিদ্যুৎবিল আসে কোটি টাকারও বেশি।  বিদেশি নক্সা এবং আধুনিক প্রযুক্তিতে তৈরি এ বাড়ি তীব্র ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলা।

গৃহপ্রবেশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮০ জন অতিথি।  বলিউড থেকে আমন্ত্রিত ছিলেন আমির খান‚ প্রীতি জিন্তা‚ করণ জোহর‚ কারিশ্মা কাপুর‚ বিধু বিনোদ চোপরার মতো ব্যক্তিরা।  ৫৭০ ফুট উঁচু এ বাড়ির সবকিছুই রাজকীয়।  লজ্জায় ফেলতে পারে ভার্সেই রাজপ্রাসাদকেও।

খরচের দিক দিয়ে অ্যান্টিলিয়ার স্থান বাকিংহাম প্যালেসের পরই।  বাকিংহাম সরকারি ভবন আর এটি ব্যক্তিগত বাড়ি।  সেদিক দিয়ে অ্যান্টিলিয়া বিশ্বের মহার্ঘ্যতম ব্যক্তিগত বসতবাড়ি।  গড়ে দোতলার সমান এই বাড়ির একেকটি ফ্লোর।  সে হিসাবে প্রায় ৬০টি ফ্লোর রয়েছে এ বাড়িতে।

শুধুমাত্র গাড়ির জন্য বাড়ির ছয়টি তলা বরাদ্দ করা রয়েছে।  গ্যারাজে মোট ১৬৮টি গাড়ি রাখা যেতে পারে।  বাড়িটির সপ্তম তলায় রয়েছে গাড়ির সার্ভিস সেন্টার।  সব মিলিয়ে এক রাজকীয় অবস্থা।
১১ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে