মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬, ০৬:৪৭:২৮

চিনি আতপ চালের পোলাওয়ের গন্ধে ভরা এই প্রাণী

চিনি আতপ চালের পোলাওয়ের গন্ধে ভরা এই প্রাণী

নওগাঁ : চিনি আতপ চালের পোলাওয়ের গন্ধে ভরা এই বিরল প্রাণী।  দেখতেও খুব সুন্দর।  বিরল প্রজাতির প্রাণীর নাম ‌‘গন্ধগোকুল’।  

নওগাঁর ধামইরহাটে এই বিরল প্রজাতির প্রাণী আটক করেছে গ্রামবাসী।  

গতকাল সোমবার বিকেলে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর থেকে ধামইরহাট বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক ওই গ্রামের বিশ্বলাল মুরমুর কাছ থেকে প্রাণীটি উদ্ধার করেন।

ধামইরহাট বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক বলেন, ভোররাতে রামচন্দ্রপুর গ্রামের চান্দু মুরমুর ছেলে বিশ্বলাল মুরমু (গোগো) গ্রামের উত্তর দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার একটি জঙ্গল থেকে বিরল প্রজাতির প্রাণীটি আটক করে।

পরে ধামইরহাট বনবিট কর্মকর্তা জানতে পেরে প্রাণীটি উদ্ধার করে তার হেফাজতে নেন।  তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রাণীটিকে ধামইরহাটের ঐতিহাসিক আলতাদিঘী শালবন জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

চিনি আতপ চাউলের পোলাও রান্না করলে যে ঘ্রাণ বের হয় গন্ধগোকুল নামের প্রাণীর কাছে গেলে সেই ঘ্রাণ পাওয়া যায় বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন এলাকা থেকে আটককৃত তিনটি গন্ধগোকুল আলতাদিঘী শালবন জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়।
১২জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে