বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ০৫:১১:০৯

জেনে নিন, ঘুম কাদের বেশি প্রয়োজন, ছেলেদের নাকি মেয়েদের?

জেনে নিন, ঘুম কাদের বেশি প্রয়োজন, ছেলেদের নাকি মেয়েদের?

এক্সক্লুসিভ ডেস্ক: আপনি কি খুব ঘুমোতে ভালোবাসেন? অন্যকে দেখলেই আপনার ঘুম পায়? আপনি কখনও খেয়াল করে দেখেছেন, বাড়িতে আপনার থেকে আর সবাই বেশি সময় ঘুমোন নাকি অল্প সময়? যাক, এবার আসল কথায় আসি। কখনও কি মনে হয়েছে আপনার যে বেশি ঘুম কাদের প্রয়োজন, ছেলে নাকি মেয়েদের?

এই প্রশ্নের উত্তর দিলেন গবেষকরা। গবেষক মার্টিন ডেসলার এবং তাঁর দল মোট ১৬০ জনের উপর এই পরীক্ষা চালিয়েছেন। তিনি প্রত্যেকের ঘুমের সময় হিসেব করে সেই অনুযায়ী তাঁদের বুদ্ধিমাত্রা মেপেছেন। এবং, সব পরীক্ষার পর তিনি এবং তাঁর দল এই উপসংহারে এসেছেন যে, ছেলেদের থেকে মেয়েদের বেশি সময় ঘুমোনো উচিত। তবেই, মেয়েদের বুদ্ধিমাত্রা বেশি হবে।-জিনিউজ

১৩ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে