বুধবার, ১৩ জুলাই, ২০১৬, ০২:৫২:১১

ভূত ধরতে গিয়ে নিজেই ভূত!

ভূত ধরতে গিয়ে নিজেই ভূত!

এক্সক্লুসিভ ডেস্ক : ইন্ডিয়ান প্যারানর্মাল স্যোসাইটি’-র প্রতিষ্ঠাতা ও সিইও গৌরব তিওয়ারির (৩২) রহস্যজনক মৃত্যু হয়েছে। ভারতের দ্বারকার নিজ বাড়িতে গত ৭ জুলাই মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। গৌরব কিভাবে মারা গেছেন তা তদন্ত করছে পুলিশ। তবে এখনও এর সঠিক কারণ খুঁজে বের করা যায়নি।

বিভিন্ন টিভি শো-য়ে ভূত নিয়ে নানা রহস্যের কিনারা করেছেন গৌরব। গত বৃহস্পতিবার তার লাশ পাওয়া গেছে বাড়ির বাথরুমে। পুলিশ সূত্রে জানা গেছে, গৌরবের গলায় কালো দাগ পাওয়া গেছে।

পুলিশ রিপোর্টে জানা গেছে, মারা যাওয়ার আসল কারণ ‘অ্যাসফিজিয়া’ বা শরীরে অক্সিজেন কমে জ্ঞান হারানো। এতেই ভূত বিশারদ গৌরবের প্রাণ গেছে।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাথরুমে জোরে চিৎকার শোনেন তারা। দরজা খুললে দেখা যায়, গৌরব মেঝেতে পড়ে রয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকেরা।

গৌরবের বাবা উদয় তিওয়ারির মতে, গৌরব মাসখানেক আগে নিজের স্ত্রীকে জানিয়েছিল, কোনও এক ‘অশুভ শক্তি’ তাকে সেটির দিকে টেনে নিতে চাইছে। তিনি তার উপর নিয়ন্ত্রণ রাখতে চাইলেও পারছেন না।

গত জানুয়ারি মাসে বিয়ে করেন গৌরব। এই ঘটনার কথা শুনে গৌরবের স্ত্রী বিশেষ পাত্তা দেননি। মনে করেছিলেন কাজের চাপে ক্লান্ত বলেই গৌরব এসব বলছেন। সেট ভেবেই তিনি বাড়ির কাউকে এই বিষয়ে জানাননি।

প্রসঙ্গত, ভূতের নেশা যেন পেয়ে বসেছিল গৌরবকে। তিনি একসময়ে পেশায় বিমান চালক ছিলেন। কয়েক বছর আগে হঠাৎই চাকরি ছেড়ে দিয়ে ভূত-চর্চায় মেতে ওঠেন। বিশ্বজুড়ে ৬ হাজারের বেশি ভুতুড়ে জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি।

ভূত ও এই সম্পর্কিত বিষয়ে গবেষণা ও খোঁজ নেওয়ার জন্য তিনি ২০০৯ সালে ‘ইন্ডিয়ান প্যারানর্মাল স্যোসাইটি’-র প্রতিষ্ঠা করেন।

এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমজনতার মন থেকে ভূত সম্পর্কিত ভাবনা দূর করার প্রচেষ্টায় ব্রতী হয়েছিলেন গৌরব। শেষে তাকেই কিনা প্রাণ দিতে হল ‘অশুভ শক্তি’-র হাতে! -চ্যানেল আই
১৩ জুলািই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে