এক্সক্লুসিভ ডেস্ক : কি ভয়ঙ্কর, ২৫ তলা থেকে পাশের ছাদে ঝাঁপ দিল যুবক! এমন কাণ্ড কি কেউ করে?
পাশাপাশি দুটি বহুতল ভবন। দুটি ভবনই ২৫ তলা উঁচু। যেখান থেকে পড়লে বেঁচে থাকার সম্ভাবনা তো দূরের কথা, হাড়গোড়ও আস্ত থাকবে না।
সেই দু'টি ভবনের একটির ছাদ থেকে আরেকটির ছাদে লাফিয়ে গেলেন ২৪ বছরের এক যুবক। তবে কোনো বাজি ধরে নয়, কৌতুহলবশতই এমন কাজ করেন ম্যাক্স কেভ নামের যুবকটি।
সেই দৃশ্য ভিডিও করার ব্যবস্থাও নেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, বহুতলের ছাদের রেলিংয়ের ওপর দিয়ে ছুটে এল বছর ২৪-এর সেই যুবক। এরপরই লাফ!
দুটি ভবনের মাঝে বেশ কয়েক ফুটের ব্যবধান। কিন্তু সেসব থোড়াই কেয়ার করে লাফ দেন তিনি। একলাফে পৌঁছে গেল পাশের বহুতলের ছাদের রেলিংয়ের ওপর।
জীবনের ঝুঁকি নিয়ে মারাত্মক এই স্টান্ট করার সময় তার গায়ে কোনো সুরক্ষাকবচও ছিল না। বিষয়টি অনেকের কাছে জীবন নিয়ে খেলা মনে হলেও ম্যাক্সের কাছে কিছু মনে হয়নি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।
১৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম