বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬, ০৯:১৪:৪০

সালমান খানের অসাধারণ ১৫টি উদ্ধৃতি যা পড়লে আপনার মন ভালো হতে বাধ্য

সালমান খানের অসাধারণ ১৫টি উদ্ধৃতি যা পড়লে আপনার মন ভালো হতে বাধ্য

বিনোদন ডেস্ক : ১. ‘আমি কখনো কষ্ট পাই না। কারণ কষ্ট পাওয়ার মতো কিছু ঘটলে আমি সেটা থেকে বেরিয়ে আসার রাস্তাটা খুঁজি। সেই চেষ্টাটাই একটা কঠিন কাজ।’

২. ‘সব ফ্যাশন ব্র্যান্ডই চায়, আপনাকে দেখতে ভাল লাগুক। স্রেফ একটি টি শার্ট ও জিন্স-এও আপনাকে দেখতে ভাল লাগতে পারে। সেটা মাথায় রাখলেই দেখবেন, বাকিটা সহজ।’

৩. ‘জীবন কেমন? সোজা হেঁটে যান। তার পরে ডান দিকে। ব্যস...’

৪. ‘একজন স্টার বা অভিনেতা হিসেবে কেউ সালমান খানকে মনে রাখুন, সেটা একেবারেই আমি চাই না। জীবনটা এর থেকে অনেক বড়, অনেক বিস্তৃত।’

৫. ‘ছবি হিট করলে সাফল্যের ভাগ সকলে নেন। ফ্লপ করলে দায় আমার।’

৬. ‘আমি বিশ্বাস করি, এই দেশে যে সিনেমাই তৈরি করা হোক, সেটির সঙ্গে এই দেশের মাটির যোগাযোগ থাকতে হবে। আমার ছবিতে আমি এই জায়গাটাই ধরতে চাই।’

৭. ‘আমি কখনো কোনো মহিলাকে ইমপ্রেস করার চেষ্টা করি না। কাউকে ইমপ্রেস করার অর্থ, আপনি যা নন, নিজেকে তা-ই দেখানোর চেষ্টা। এটা করতে গেলে উল্টো ফল হবে, আপনার গালে সপাটে চড়ও পড়তে পারে। সম্পর্কে একটা সময়ের পরে করতে পারবেন না, এমন কোনো কাজ তাকে ইমপ্রেস করতে করবেন না। আপনি যা, তা-ই থাকুন।’

৮. ‘আমার কাছে সবসময়েই সময় থাকে। কেন লোকে ব্যক্তিগত সময় চাই বলে চেঁচাতে থাকে? আপনি সর্বক্ষণই নিজের সঙ্গে রয়েছেন।’

৯. ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে আরো সুন্দর দেখতে হওয়া উচিত, আরো উঁচুতে কিক করা উচিত এবং আরো বেশি করে পরিশ্রম করা উচিত।’

১০. ‘একটা মেসেজ দেয়া যায়, এমন ছবি করার চেষ্টা করেছি। আজকাল কী করি জানেন? স্রেফ টেক্সট মেসেজ পাঠিয়ে দিই।’

১১. ‘আমি কি স্টার হওয়ার জন্য বাড়তি সুবিধা নিচ্ছি? এই চিন্তাটা আমাকে তাড়া করে।’

১২. ‘কখনো একটি হাঁসকে তরতর করে পানিতে ভেসে যেতে দেখেছেন? দেখে বুঝতে পারেন, পানির তলায় ও কত জোরে পা চালাচ্ছে? আমিও সেটা কখনো দেখাতে চাই না। কারওই দেখানো উচিত নয়।’

১৩. ‘সকলে আমাকে ভালবাসেন, সেটা আমার ভাল লাগে। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানাই, সর্বগুণে আমার থেকে ১০গুণ ভাল মানুষ পৃথিবীতে রয়েছেন। এই মানুষগুলিকে চ্যালেঞ্জ করার মতো কিছু করেছি বলে তো মনে হয় না।’

১৪. ‘একটি সিংহ কখন সবথেকে বেশি জোরে ছোটে জানেন? যখন সে ক্ষুধার্ত থাকে।’

১৫. ‘আমি যে খুব পরিশ্রম করছি, সেটা আমি অন্যদের দেখাতে চাই না। পরিশ্রম করা আমার কাজ। সেটা অন্যরা কেন জানবেন?’-এবেলা
১৪ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে