রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩০:১৮

'রক্তাক্ত চাঁদ', দেখা মিস করলে অপেক্ষা করতে হবে ১৮ বছর

'রক্তাক্ত চাঁদ', দেখা মিস করলে অপেক্ষা করতে হবে ১৮ বছর

এক্সক্লুসিভ ডেস্ক: বিরল এক ঘটনার সাক্ষী হতে চলেছে সেপ্টেম্বর মাসের আকাশ। নীল আকাশে লাল রঙের 'রক্তাক্ত চাঁদ'। এমন দৃশ্য রোজ রোজ আসে না। দীর্ঘ ৩৩ বছর পর সুপারমুন লুনার একলিপ্স দেখা যাবে আকাশে। অন্যান্য রাতের তুলনায় আকাশে চাঁদের পরিসর আরও বড় ও আরও বেশি উজ্জ্বল দেখাবে। রবিবারের রাতে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, চোখ রাখুন আকাশে। এই দৃশ্য মিস করলে আপনাকে অপেক্ষা করতে হবে ১৮ বছর। আজকের পর আবার ২০৩৩ সালে রাতের আকাশে ফিরবে 'রক্তাক্ত চাঁদ'।

নাসার বিজ্ঞানী নোয়া পেত্রো বলছেন, "আজ চাঁদের কোনও শারীরিক পরিবর্তন হবে না। পরিবর্তন হবে চারিত্রিক। আকাশে স্বাভাবিক ভাবে চাঁদকে যেমন দেখায় তার থেকে আজকের চাঁদের আকার হবে তুলনামূলক বড়"।

আকাশ পরিষ্কার থাকলে দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ইউরোপ এবং দক্ষিণ এশিয়া ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 'রক্তাক্ত চাঁদ'কে সবথেকে বেশি ভাল দেখা যাবে।

আজ ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের সময় সন্ধ্যা ৭টা ৪১ থেকে রাত ৯টা ৩৭ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।
উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, গ্রিনল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, ও মধ্যপ্রাচ্য থেকে এই উত্তেজনাকর মুহূর্ত অবলোকন করা যাবে। পৃথিবীর সব জায়গা থেকে এই ঘটনা দেখা যাবে না। বাংলাদেশসহ এশিয়ার দর্শকরা চাঁদের এ দুর্লভ দৃশ্য দেখতে বঞ্চিত হবেন।
চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপর। পৃথিবীর বায়ূমন্ডল ভেদ করে সূর্য্যের যে কিরণ মহাশূন্যের দিকে যায়, সেই কিরণের কারণে চন্দ্রগ্রহণের সময় চাঁদ লাল, বাদামি বা কালো রং ধারণ করে। বিজ্ঞানীরা বলছেন, এবার চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হতে পারে রক্তলাল।
এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ২,২৬,০০০ মাইল দূরে অবস্থান করবে, স্বাভাবিক আকারের চেয়ে ১৪ ভাগ বড় দেখা যাবে এবং স্বাভাবিকে তুলনায় ৩০ ভাগ বেশি আলোকিত হবে।
এই রকম চন্দ্রগ্রহন দেখা গিয়েছিল ১৯১০, ১৯২৮, ১৯৪৬, ১৯৬৪ সালে এবং সর্বশেষ ১৯৮২ সালে। পরবর্তী সুপারমুন দেখতে বিশ্ব বাসীকে অপেক্ষা করতে হতে পারে ২০৩৩ সাল পর্যন্ত।

২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে