শনিবার, ১৬ জুলাই, ২০১৬, ১২:৪৯:৪৫

পুরুষ থেকে নারীতে বদলে যাওয়া আলিয়ার গল্প

পুরুষ থেকে নারীতে বদলে যাওয়া আলিয়ার গল্প

এক্সক্লুসিভ ডেস্ক: ছেলে হিসেবে লাহোরে বেড়ে ওঠা এক ব্যক্তি অবশেষে কোলনে নিজেকে নারী হিসেবে খুঁজে পেয়েছেন। যদিও তার পরিবার বিষয়টি মেনে নিয়েছে, তবে পাকিস্তানে সবার ভাগ্য এতটা সুপ্রসন্ন নয়। স্কুলে যাওয়ার আগেই আলী রাজা বুঝেছিলেন তিনি আসলে একটি ভুল দেহে বড় হচ্ছেন৷ ছেলেদের সঙ্গে খেলাধুলা, দৌড়ঝাপ ঠিক তার পছন্দ হচ্ছিল না৷ তার বরং আগ্রহ ছিল পুতুল, অলংকার এবং মেক-আপ নিয়ে৷ তার যখন পাঁচ বা ছ'বছর বয়স, মানে যখন সে কথা বলতে শেখেন, তখনি তিনি মাকে বলেছিলেন আচরণের এই ভিন্নতার কথা৷ মা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেননি৷ ‘‘তিনি মনে করেছিলেন, বড় হলে সব ঠিক হয়ে যাবে এবং আমি পুরুষের মতোই আচরণ করবো'', বলেন আলী রাজা।

আলী সেদিনের কথা স্মরণ করে এখনো হাসেন৷ পুরুষ আলী রাজাকে তিনি বহু আগেই বিসর্জন দিয়েছেন৷ বর্তমানে লাহোর থেকে বহুদূরে জার্মানির কোলনে তার বাস, পড়ছেন পরিবেশ বিজ্ঞান নিয়ে৷ তিনি এখন প্রকাশ্যে নারী হিসেবেই বসবাস করেন৷ মেকআপ নেন, সবসময় শেভ করে থাকেন৷ এমনকি তার হাঁটাচলা, কথা বলা –সবই নারীর মতো৷

শুধু তার দেহটাই এখনো পুরুষের রয়ে গেছে৷ তবে সেটাও খুব তাড়াতাড়ি পুরাপুরি বদলে ফেলতে চান রেজা৷ বর্তমানে নিজেকে আলিয়া পরিচয় দেয়া রেজা বলেন, ‘‘আমি ইতোমধ্যে হরমোন নিতে শুরু করেছি৷ এবং আশা করছি, আগামী দু'বছরের মধ্যে একটা অস্ত্রোপচারও হয়ে যাবে৷'' হাসিমুখেই এ কথা জানালেন আলিয়া৷ নিজের দেহটাকে পুরোপুরি নারী করে নিতে অধীরে আগ্রহে অপেক্ষায় আছেন তিনি৷

তবে নিজের নারী পরিচয়ের ব্যাপারটা পুরোপুরি তার পরিবারকে জানাতে বহুদিন ইতস্তত করেছেন আলিয়া৷ তিনি মনে করেছিলেন, মাকে জানালে মা হয়ত তাকে ত্যাজ্য করবেন৷ কিন্তু হয়েছে উল্টোটা৷ তার মা বিষয়টি মনে নিয়েছেন৷

পাকিস্তানে অবশ্য সবার ক্ষেত্রে এমনটা হয় না৷ বরং পাকিস্তানে হিজড়াদের জীবন অনেক দুর্বিষহ৷ অধিকাংশক্ষেত্রে তাদের একমাত্র পেশা হয়ে ওঠে বিভিন্ন উৎসবে গান গাওয়া আর নাচা৷ সমাজের মূলধারায় তাদের কোনো স্থান হয় না৷ এইতো কয়েক সপ্তাহে আগে ২৩ বছর বয়সি পাকিস্তানি অ্যাক্টিভিস্ট আলিসাকে হত্যা করা হয়, যিনি হিজড়াদের অধিকার নিয়ে সচেষ্ট ছিলেন৷

তাকে নয়বার গুলি করা হয়েছিল৷ মুমূর্ষু অবস্থায় আলিসাকে যখন হাসপাতালে নেয়া হয়, তখন চিকিৎসকরা তাকে চিকিৎসা দিতে গড়িমসি করছিল৷ তিনি নারী না পুরুষ সেটা নির্ধারণ তাদের কাছে তখন মূখ্য হয়ে উঠেছিল৷ মুসলিম প্রধান পাকিস্তানে হিজড়াদের ওপর নির্যাতনের মাত্রা পরিসংখ্যান ঘাটলে পরিষ্কার হয়ে ওঠে৷

গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস, অর্থাৎ মাত্র ১৬ মাসে, শুধু খাইবার পাকতুনখা প্রদেশেই শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনশ'র মতো হিজড়া, আর খুন হয়েছেন ৪৬ জন৷
আলিয়া অবশ্য কখনো শারীরিকভাবে আক্রান্ত হননি৷ তবে হিজড়াদের সম্পর্কে নেতিবাচক মনোভাবের বিষয়টি তিনি জার্মানিতেও টের পেয়েছেন৷

অনেকেই তার দিকে বাকা চোখে তাকিয়েছে, এমনকি শিশুরা তাকে নিয়ে কানাঘুষা করতেও দেখেছেন তিনি৷ একদিন এক মাতাল তাকে বলেছে, ভারতে ফিরে যেতে৷ আলিয়া মনে করেন, সমাজে হিজড়াদের প্রতিষ্ঠিত করতে হলে তাদের সম্পর্কে সমাজকে সচেতন করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে৷ এবং সেটা জার্মানি ও পাকিস্তান  উভয় দেশের ক্ষেত্রেই প্রযোজ্য৷ –ডিডব্লিউ

১৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে