রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৭:২৩

এক রাজকন্যার গোপন রহস্য!

এক রাজকন্যার গোপন রহস্য!

এক্সক্লুসিভ ডেস্ক :  এক রাজকন্যার গোপন রহস্য! যার জীবন একেবারেই সাদাসিধে।  কিন্তু দেখতে অপূর্ব।  জনসমক্ষে বের হলে মানুষের চোখের আড়াল হওয়ার সুযোগ নেই।

সত্যিকারের রাজকন্যা তিনি।  এক বছর ধরে গোপনে বসবাস করে আসছেন ব্রিটেনের লেইচেস্টারে।  মানুষের চোখ এড়ানোর জন্য আর দশটা মানুষের মতো অনাড়ম্বর জীবন যাপন বেছে নিয়েছেন তিনি।  

জাপানের প্রিন্সেস মাকো অব আকিশিনো।  নিজ দেশে ব্যাপক জনপ্রিয় এ রাজকন্যা।  সেখানে তার জীবনযাত্রা বিলাসবহুল।  ব্রিটেনে তিনি এসেছিলেন উচ্চশিক্ষা গ্রহণে।  ‘আর্ট মিউজিয়াম অ্যান্ড গ্যালারি স্টাডিজ’ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করতে।  ভর্তি হন ইউনিভার্সিটি অব লেইচেস্টারে।  

এখানে অন্য শিক্ষার্থীদের ভিড়ে রহস্যটা গোপন রাখেন।  নিজের রাজপরিচয় আড়ালেই রেখেছেন।  পড়াশোনা চলাকালীন আর দশটা শিক্ষার্থীর মতো ডর্মিটরিতে থেকেছেন।  

ডেইলি মিররের এক প্রতিবেদনে এ রাজকন্যার গোপন রহস্য উন্মোচিত হয়েছে।

প্রিন্সেস মাকো প্রিন্স আকিশিনো ও প্রিন্সেস কিকোর জ্যেষ্ঠ কন্যা।  তার দাদা-দাদি হলোন জাপানের সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো।  ব্রিটেনে পড়াশোনার জন্য প্রিন্সের মাকো এর আগেও এসেছিলেন।

২০১০ সালে ডাবলিন ইউনিভার্সিটি কলেজে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন তিনি।  ২০১২ সালে ইউনিভার্সিটি অব এডিনবরায় পড়াশোনা করেছেন।  মাস্টার্স সম্পন্ন করে সম্প্রতি জাপানে ফিরে যান প্রিন্সেস মাকো। এখন মাস্টার্সের ফলের অপেক্ষায় রয়েছেন তিনি।

ইউনিভার্সিটি অব লেইচেস্টারের প্রেসিডেন্ট ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর পল বয়েল সম্প্রতি গিয়েছিলেন জাপান সফরে।  সেখান থেকে ফিরে তিনি বলেন, প্রিন্সেস মাকো পড়াশোনার জন্য আমাদের প্রতিষ্ঠান বেছে নেয়ায় আমরা খুশি। আমার বিশ্বাস, লেইচেস্টারে দারুণ সময় পার করেছে সে।  ভবিষ্যতেও  প্রিন্সেস মাকো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ততা রাখবে।
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে