রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০৯:৫৫:৪৭

টর্নেডোর ভয়ে স্কুলের বেজমেন্টে আশ্রয় নিলেন বুশ, ক্লিনটন ও ব্লেয়ার!

টর্নেডোর ভয়ে স্কুলের বেজমেন্টে আশ্রয় নিলেন বুশ, ক্লিনটন ও ব্লেয়ার!

এক্সক্লুসিভ ডেস্ক : টর্নেডোর ভয়ে স্কুলের বেজমেন্টে আশ্রয় নিলেন সাবেক তিন বিশ্ব নেতা, যুক্তরাষ্ট্রের দুই সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের একটি হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠান চলাকালে টর্নেডো সাইরেন বেজে উঠলে ভয়ে এই তিন সাবেক বিশ্ব নেতা আশ্রয় নেন স্কুলের বেজমেন্টে।

শুক্রবার এ ঘটনা ঘটে লিটল রক’স সেন্ট্রাল হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানে। ক্লিনটনের মুখপাত্র জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালে হঠাৎ টর্নেডো সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে ওই তিন সাবেক বিশ্বনেতা স্কুলটির বেজমেন্টে আশ্রয় নেন।

ব্লেয়ার জানিয়েছেন, লিটল রক স্কুলে সফর করাটা তার জন্য খুবই স্মরণীয় ঘটনা। তিনি বলেন, ‘সেখানে চমৎকার আবহাওয়া ছিল।’ তিনি আরও জানান, ইংল্যান্ডে তিনি কখনও টর্নেডোর মুখোমুখি হননি।

ব্লেয়ার আরও বলেন, ‘আমরা বাতাসের তীব্র ঝাপটার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু রাতে এমনটা ছিল না, আবহাওয়া অনেক শান্ত ছিল।’ -সূত্র: এপি
১৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে