রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ১২:০৮:৪৯

হিলারিকে নকল করে মাসে আয় ৮ লাখ টাকা!

হিলারিকে নকল করে মাসে আয় ৮ লাখ টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক: একবার সেলিব্রেটি হতে পারলে আর অভাবের প্রশ্নই আসে না। অন্যদিকে সেলিব্রেটির মতো দেখতে হলেও লাভ আছে। বাস্তব প্রমাণ নকল হিলারি । এখন তো দু'হাতে কামাচ্ছেন অর্থ।

টেইলর সুইফটের মতো দেখতে একজন তো ঘোষণা দিয়েছেন যে তিনি সোস্যাল মিডিয়ায় এতো জনপ্রিয় হয়ে গেছেন যে এখন তার সোস্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য একজন ডিজিটাল ম্যানেজার নিয়োগ দিতে হবে।

একেবারেই হিলারি ক্লিন্টনের মতো দেখতে থেরেসা ব্র্যানওয়েল বিল ক্লিন্টন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বেশ ভালোই ডলার কামাচ্ছেন। হিলারির নকল করার জন্য এক সময়ে তার কাছে এতো প্রস্তাব আসতে থাকে যে তিনি চাকরি ছেড়ে এটিকেই ক্যারিয়ার হিসেবে গ্রহণ করেন। হিলারি ডেমোক্র্যাট মনোনয়ন পাওয়ার পর তার কদর আরও বেড়ে যায়। তিনি এখন মাসে দশ হাজার ডলার আয় করছেন। সেই সঙ্গে কিছু ভক্তও জুটে গেছে তার।
১৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে