শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ০৪:১৯:৩৪

আইসক্রিম খেতে কতবার ঠোঁট ছোয়ান জানেন? জানলে চমকে উঠঁবেন!

আইসক্রিম খেতে কতবার ঠোঁট ছোয়ান জানেন? জানলে চমকে উঠঁবেন!

এক্সক্লুসিভ ডেস্ক: কাঠি আইসক্রিম খেতে গেলে ঠিক কতবার মুখে ঢোকাতে হয় আর বের করতে হয় তা নিয়ে এখনও কোনও গবেষণা হয়নি। তবে এক স্কুপ আইসক্রিম খেতে কতবার চাটতে হয় জানলে অবাক লাগবে। এক স্কুপ আইসক্রিমে কতবার ঠোঁট লাগান?

১। এক কাপ ভাল আইসক্রিম তৈরি করতে গেলে ১২ কাপ দুধ প্রয়োজন।

২। পৃথিবীজুড়ে সব থেকে বেশি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খাওয়া হয়।

৩। সবচেয়ে বেশি আইসক্রিম খান আমেরিকানরা। গড়ে এক জন মানুষ এক বছরে ২৩ লিটার আইসক্রিম খান।

৪। হাওয়াইতে আইসক্রিম বিন নামে এক প্রকার ফল পাওয়া যায়, যা খেতে একদম ভ্যানিলা আইসক্রিমের মতো।

৫। এবার সেই মজার তথ্য। প্রায় ১০,০০০ মানুষের উপরে গবেষণা করে দেখা গেছে, এক স্কুপ আইসক্রিম শেষ করতে মোট ৫০ বার ঠোঁট ছোঁয়াতে হয়।-এবেলা

২২ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে