রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ০১:১৬:৫৬

বিবাহিত জীবনে সুখ রয়েছে ঘুমের মধ্যে, জানেন কী?

বিবাহিত জীবনে সুখ রয়েছে ঘুমের মধ্যে, জানেন কী?

এক্সক্লুসিভ ডেস্ক: উপহার কিংবা রোম্যান্টিক নৈশভোজ নয়। বিবাহিত জীবনে সুখের চাবিকাঠি লুকিয়ে আছে পর্যাপ্ত ঘুমের মধ্যে।  দাবি ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের গবেষকদের। তাঁরা বলছেন, সঙ্গীর মেজাজের সঙ্গে তাল মিলিয়ে চলার মানসিকতা নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কের সামনের অংশ।

পর্যাপ্ত পরিমাণ ঘুম ওই অংশটিকে তরতাজা করে তুলতে সাহায্য করে। ফলে ঝগড়া এড়িয়ে চলা যায়। ৬ হাজার ৮০০ দম্পতির মধ্যে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। তাঁরা বলছেন, পেশা এবং অন্যান্য সামাজিক অভ্যাসের কারণে সারা বিশ্বে মানুষের গড় ঘুমের সময় গত ১০ বছরে ২ ঘণ্টা কমে গেছে।

সেই কারণেই নাকি বিবাহবিচ্ছেদের ঘটনা গত ১০ বছরে বেড়েছে ৮ শতাংশ। কানসাসের এক দম্পতির ‘‌কেস হিস্ট্রি’‌-‌র উদাহরণ দিয়েছেন গবেষকরা। দৈনন্দিন অশান্তির কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন ওই দম্পতি।

মনোবিদরা তাঁদের দিনে ৮ থেকে ৯ ঘণ্টা ঘুমের পরামর্শ দেন। তার সঙ্গে একটি ডায়রিতে সম্পর্কের কতটা উন্নতি হচ্ছে সেটা রোজ লেখার পরামর্শ দেন। দু’‌মাস পরেই বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন ওই দম্পতি।‌-আজকাল

২৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে