রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ০৪:৩৮:২০

মাঝ সমুদ্রে পড়ে যাওয়া মোবাইল মালিককে ফেরত দিল ডলফিন!

মাঝ সমুদ্রে পড়ে যাওয়া মোবাইল মালিককে ফেরত দিল ডলফিন!

এক্সক্লুসিভ ডেস্ক : আটলান্টিকের একেবারে মাঝে। বন্ধুরা সবাই মিলে মজা করে এসেছে। বাহামাসের মাঝ সমুদ্রে মিয়ামির ডান্সার তথা চিয়ারলিডার্স টেরেসা কিই আর তার বন্ধুরা সামুদ্রিক প্রাণীদের সঙ্গে খুব মজা করছে। হঠাত্‍ই ঘটল একটা ঘটনা। যে বোটে টেরেসারা বসে ছিল, সেটা সামান্য কাত হতেই পড়ে গেল ওর খুব দরকারী আই ফোনটা। টেরেসার তা দেখে চিত্‍কার। ওর বন্ধুরাও হতবাক। এত গুরুত্বপূর্ণ ফোন হারিয়ে যাবে ভেবে টেরেসার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মত অবস্থা। কিন্তু তখনই ঘটল এক অদ্ভূত ঘটনা। হঠাত্‍ই সমুদ্রের পানি থেকে মুখ তুলে টেরেসার আই ফোন ফেরত দিয়ে দিল এক ডলফিন। তা দেখে টেরেসার বন্ধুদের সে কী চিত্‍কার।

ফোনটা পানিতে তলিয়ে যাচ্ছে দেখে, ডলফিনটা ডুব মারে। ডলফিনটার নাম, Cacique. তারপর মুখে করে তুলে এনে বোটে ফেরত দিয়ে যায়। মনে পড়ে যায়, কেউ ফোন ফেলে গেলে মানুষ সেই ফোনের মালিককে খুঁজে আর তা ফেরত দেয়ার ইচ্ছা দেখায় না। কিন্তু মানুষ যেটা করে না, সেটাই করে দেখালো একটি ডলফিন।

এই ঘটনার পুরোটাই ভিডিও করা হয়েছে। টেরেসার ফেসবুকে পুরো ঘটনা লিখে সেই ভিডিও আপলোড করতেই তা দেখার হুড়হুড়ি পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বহুবার শেয়ার এই পোস্টটি।

টেরেসা ফেসবুকে লেখেন, 'Cacique, নামের ডলফিনটা আমার পানিতে পড়ে যাওয়া ফোনটা ফেরত দিয়ে দিল। সত্যি দুনিয়ার সবেচেয় সুন্দর জিনিসের সাক্ষী থাকলাম।'-জিনিউজ
২৪ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে