সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০৮:০৯:৫৯

বঙ্গবাজারের দোভাষীদের কিছু কষ্টের কথা

বঙ্গবাজারের দোভাষীদের কিছু কষ্টের কথা

এক্সক্লুসিভ ডেস্ক : বিদেশে বাংলাদেশের পোশাকের বেশ সুনাম৷ তাই অনেক বিদেশিও ঢাকার বঙ্গবাজারে আসেন কমদামে পোশাক কিনতে৷ তাদের সহায়তা করেন একদল দোভাষী৷ তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই দিব্যি কয়েকটি ভাষায় কথা বলেন তারা৷

কথা বলাই তাদের মূল কাজ : বঙ্গবাজারের সামনে খোলা আকাশের নিচেই সকাল থেকে বসে থাকেন তারা৷ সবার সতর্ক দৃষ্টি থাকে বাজারের সামনে এসে থামা গাড়িগুলোর দিকে৷ কোনো বিদেশি এলেই ছুটে যান সেদিকে৷ তারপর বিদেশি ক্রেতাদের চাহিদার বুঝে উপযুক্ত দোকানে নিয়ে যান৷ এমন সেবা দেয়ার ক্ষেত্রে যে দোভাষীর যে ভাষায় দক্ষতা বেশি তিনি পান সেই দেশের ক্রেতা৷

চারটি ভাষা জানে কলি : মেয়েটির নাম কলি৷ বঙ্গবাজারে পরিচিত নাম, কেননা, দশ বছরেরও বেশি সময় ধরে বঙ্গ বাজারে দোভাষীর কাজ করছেন তিনি৷ ইংরেজি, রুশ, ফরাসি এবং মাতৃভাষা বাংলা মিলিয়ে মোট চারটি ভাষা জানে কলি৷

অনেক সমস্যা : বঙ্গবাজার এলাকাতেই জন্ম মিরাজুল আলমের৷ দীর্ঘ দিন ধরে এ বাজারে দোভাষীর কাজ করছেন৷ বঙ্গবাজারের দোভাষীদের অনেক সমস্যা৷ বসার কোনো জায়গা নেই, নেই কোনো পরিচয়পত্র৷ পরিচয়পত্র না থাকায় বিদেশিরা অনেক সময় তাদের বিশ্বাসই করতে চায় না৷

বঙ্গবাজারেও বিদেশি হত্যার প্রভাব : হোসেন চৌধুরী জানালেন, বঙ্গবাজারে এখন এমনো দিন যায় যেদিন একজন বিদেশিরও দেখা মেলে না৷ মালয়েশীয় ভাষা জানা হোসেন মনে করেন, সম্প্রতি দেশে জঙ্গি হামলায় কয়েকজন বিদেশি নিহত হওয়ার কারণেই বঙ্গবাজারে বিদেশিদের আগমন কমেছে৷

বিদেশিদের কাছ থেকেই ভাষা শেখা : দোভাষী মো. সালাউদ্দীন ইংরেজি, আরবি এবং ফিলিপিনো ভাষায় কথা বলতে পারেন৷ ভাষা তিনটি তিনি কোনো প্রতিষ্ঠানে গিয়ে বা কোনো শিক্ষকের কাছ থেকে শেখেননি৷ সালাউদ্দীন জানালেন, ছোটবেলায় বঙ্গবাজারে বিদেশিরা এলে তাদের পেছন পেছন ঘুরতেন, ঘুরতে ঘুরতেই শিখে ফেলেছেন কাজ চালানো মতো ভাষা৷

‘স্মার্ট’ দোভাষী পারভীন : সালাউদ্দীনের মতো পারভিন ইসলামও বিদেশিদের সঙ্গে বঙ্গবাজারে ঘুরে ঘুরেই একাধিক বিদেশি ভাষা শিখেছেন৷ পারভীন এখন আর বিদেশি ক্রেতা কখন আসবে তার অপেক্ষায় থাকেন না৷ মোবাইলে বিভিন্ন হোটেলের গাড়ি চালকদের সঙ্গে যোগাযোগ করে আগেই জেনে নেন কোন দিন কখন কোন বিদেশি আসবেন৷

সবে মিলি করি কাজ : রাবেয়া খাতুন জানালেন, বঙ্গবাজারে দীর্ঘ দিন ধরে দোভাষীরা মিলেমিশে কাজ করছেন৷ বাজারের ব্যবসায়ীরাও তাদের সহায়তা করেন বলে জানালেন তিনি৷

বিড়ম্বনা : রোকসানা চামেলী জানালেন, নারী হওয়ার বিড়ম্বনার কথা৷ বললেন, রাস্তার পাশে বসে বিদেশিদের জন্য অপেক্ষা করতে হয় বলে অনেক সময় পথচারীদের আজেবাজে মন্তব্য শুনতে হয় তাদের৷-ডিডব্লিউ
২৫ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে