সোমবার, ২৫ জুলাই, ২০১৬, ০৯:১৮:৩২

এক চিংড়ির ওজন ১৫ পাউন্ড, বয়স ১১০ বছর‍!

এক চিংড়ির ওজন ১৫ পাউন্ড, বয়স ১১০ বছর‍!

এক্সক্লুসিভ ডেস্ক : জীবনে কেউ কেউ লাখ লাখ পাউন্ড আয় করেন, কিন্তু সৌভাগ্য হয় না এত বড় চিংড়ি দেখার।  যে চিংড়িটির বয়স ও ওজনের কথা শুনলে মাথা খারাপ হওয়া অবস্থা।  

এ রকম একটি চিংড়ি সম্প্রতি ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।  ১৫ পাউন্ড ওজনের এ চিংড়িটির বয়স ১১০ বছর।

এ খবর দিয়েছে মেইল অনলাইন।

এতে বলা হয়েছে, এখনো বেঁচে আছে চিংড়িটি।  চিংড়ি ধরা পড়ার পর অনলাইনে ছড়িয়ে পড়ে এ সংবাদ।  ফেসবুকে চিংড়িটি দেখে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে প্রাণী উদ্ধার সংস্থা ‘আইরেসকিউ’-এর সঙ্গে যোগাযোগ করেন আমির রসি নামে এক তরুণ।

এরপর ফ্লোরিডার ব্যবসায়ীদের থেকে টাকা তুলে এক রেস্টুরেন্ট ব্যবসায়ীর কাছ থেকে চিংড়িটি কিনে নেন তারা।  

পরে মেইন অঙ্গরাজ্যের অ্যাকুরিয়ামে সংরক্ষণের জন্য পাঠানো হয় চিংড়িটি।  চিংড়িটির নতুন নাম দিয়েছে তারা ‘ল্যারি দ্য লবস্টার’।  
২৫ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে