মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬, ০৪:৫১:৪৯

জানেন, ডাক্তাররা প্রায় সকলেই সাদা অ্যাপ্রন পরেন কেন?

জানেন, ডাক্তাররা প্রায় সকলেই সাদা অ্যাপ্রন পরেন কেন?

এক্সক্লুসিভ ডেস্ক: ‘ডাক্তার’ বা ‘চিকিৎসক’ বললেই যে চেহারাটা ভেসে ওঠে, তাতে সাদা অ্যাপ্রন একেবারে মাস্ট। কিন্তু কেন সাদা অ্যাপ্রন পরেন চিকিৎসকরা? নির্দিষ্ট কারণ রয়েছে।

একটি নয়, কারণ একাধিক। চিকিৎসকদের সাদা অ্যাপ্রন পরার নেপথ্যে রয়েছে একাধিক যুক্তি।

প্রথম যুক্তি হল, হাসপাতালের ভিড়ে যাতে চিকিৎসকদের আলাদা করা যায়, তার জন্য সাদা অ্যাপ্রন পরা হয়। যে কোনও জরুরি পরিস্থিতিতে হাসপাতালের ভিড়ে চারিদিকে চোখ বোলালেই যাতে চিকিৎসকদের চট করে নজরে আসে, তার জন্যেই এই ব্যবস্থা।

দ্বিতীয় যুক্তি হল, এই ধরনের অ্যাপ্রনে একাধিক পকেট থাকে। চিকিৎসকদের একসঙ্গে একাধিক জিনিস নিয়ে ঘুরতে-ফিরতে হয়। সে কারণেই এই ধরনের অ্যাপ্রনের ব্যবস্থা।

তৃতীয় যুক্তি হল, যে পোশাকে বাইরে থেকে চিকিৎসকরা হাসপাতাল বা চেম্বারে আসেন, তাতে বিবিধ জীবাণু থাকার সম্ভাবনা থেকে যায়। তার থেকে রোগীদের সংক্রমণের আশঙ্কা থাকে। এই কারণেও সাদা অ্যাপ্রন চাপিয়ে নেন চিকিৎসকরা।-এবেলা

২৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে