মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬, ০৫:২০:৪০

১ টাকার প্রিমিয়ামে ১০ লাখের বিমা সুবিধা!

 ১ টাকার প্রিমিয়ামে ১০ লাখের বিমা সুবিধা!

এক্সক্লুসিভ ডেস্ক : পশ্চিমবঙ্গের রেলযাত্রীরা জন্য দারুণ সুখবর! সেপ্টেম্বর থেকে ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন।  আইআরসিটিটিসির ওয়েবসাইট থেকে টিটিট বুকিং করা যাবে।

ট্রেনে ভ্রমণকালীন সময়ে কোনো দুর্ঘটনা ঘটলে তার জন্য বিমা করাবে রেল কর্তৃপক্ষ।  ১ টাকার প্রিমিয়ামে ১০ লাখের বিমা সুবিধা থাকছে যাত্রীদের।   

তবে এর জন্য যাত্রীদের কাছে বৈধ টিকিট থাকতে হবে।  এ খবর দিয়েছে কলকাতা২৪।

দুর্ঘটনার কারণে মৃত্যু, আহত, শারীরিক বিকলতার ক্ষেত্রেই এ বিমা প্রযোজ্য হবে।  

এ ব্যাপারে আইআরসিটিটিসির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এ কে  মানোচা বলেন, এ মুহূর্তে বিমার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের শুরু থেকে এ সুবিধা চালু করতে পারব।

ট্রেনে দুর্ঘটনার যাবতীয় খরচ এ বিমার মধ্যে ধরা থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, শ্রীরাম জেনারেল, রয়্যাল সুন্দরম এবং ICICI লম্বার্ড এই ৩টি বিমাকারী সংস্থাকে ঠিক করা হয়েছে, যারা বিমা প্রদান করবে।

এদের অন্তর্গত ১৯টি ইন্স্যুরেন্স কোম্পানিকে ঠিক করা হয়েছে।  তবে যাত্রীরা এ বিমার সুবিধা নেবেন কি-না তা একেবারেই তাদের ইচ্ছার ওপর নির্ভর করছে।

বর্তমানে প্রায় ৫ লাখ টিকিট আইআরসিটিটিসির ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করা হয়।
২৬ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে