এক্সক্লুসিভ ডেস্ক : ইদানিং লক্ষ্য করছেন, ধরাকে সরাজ্ঞান করছে আপনার প্রেমিকা বা স্ত্রী। যখন-তখন মুখ ঝামটা দিচ্ছে। নিজের মর্জি মতো চলছে। আপনিও যে একটা মানুষ। আপনারও যে মান-সম্মান আছে, সে ব্যাপারে তোয়াক্কা করা বন্ধ করেছে সে।
প্রেমিকা বা স্ত্রীর এহেন আচরণে আপনি রীতিমতো ক্ষুব্ধ। মেজাজ ঠিক রাখতে পারছেন না। ইচ্ছে করছে, এক ধমকে শায়েস্তা করবেন তাকে। কিন্তু আমরা বলব, ধৈর্য ধরুন। বুদ্ধি খরচ করে তাকে বাগে আনুন।
১. ঈর্ষাই প্রেমিকাকে ঠিক পথে নিয়ে আসবে। তাই তাকে জ্বালাতে অন্য মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। আপনার এই অচেনা আচরণ প্রেমিকার কপালে ভাঁজ ফেলবেই।
২. যে মেয়েকে প্রেমিকা বা স্ত্রীর দু-চোখে দেখতে পারে না, তার বড় গলায় প্রশংসা করুন। প্রেমিকা বা স্ত্রীর মারাত্মক চিন্তায় পড়ে যাবে।
৩. প্রেমিকা বা স্ত্রীর যদি দুর্ব্যবহার করে, সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসুন বা ফোন কেটে দিন। “সরি” না বলা অবধি নিজে থেকে কথা বলতে যাবেন না।
৪. তার সঙ্গে দেখা করতে গিয়ে অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকুন। প্রেমিকা বা স্ত্রীর সেই আচরণ মেনে নিতে পারবে না। অনেক নরম হবে তার আচরণ।
৫. প্রেমিকা বা স্ত্রীর সবচেয়ে কাছের বান্ধবীর সঙ্গে বেশি করে মিশুন। তাকে নিয়ে কফি খেতে যান। এতেও প্রেমিকা বা স্ত্রীর টনক নড়বে। ঈর্ষান্বিত হয়ে পড়বে সে।
২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি