মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৫৪:১৯

সমাজে প্রেমকে ঘিরে যেসব ভুল ধারণা রয়েছে

সমাজে প্রেমকে ঘিরে যেসব ভুল ধারণা রয়েছে

এক্সক্লুসিভ ডেস্ক : আজকের সমাজ অনেক কিছুতে এগিয়ে। অনেক কিছুই মেনে নিতে পারে সহজে। কেবল অনেক সময় মেনে নিতে পারে না প্রেম। ফলে হয় কী, সমাজের অধিকাংশ মানুষই বিয়ের আগে প্রেমকে মনে করে পাপ, অপরাধ। তবে সবটাই বিয়ের আগে।

আর বিয়ের আগে প্রেম? সে ব্যাপারে অনেকটা ছাড় পাওয়া গেলেও, কিছু কিছু বিষয়ে গোড়ামি ও ভুল ধারণা যায় না। যেমন -

১. ছেলেকেই প্রেম প্রস্তাব দিতে হবে প্রথমে। ছেলে যদি নিজে থেকে না বলে, মেয়ে একটিও কথা বলবে না। সারাজীবন অধরাই থেকে যাবে প্রেম।

২. আর মেয়ে যদি আগ বাড়িয়ে প্রেমের প্রস্তাব দেয়। সকলে তাকে মনে করবে ডেসপারেট, খারাপ মেয়ে, সহজলভ্য।

৩. মেয়ে যদি সম্পর্ক ভাঙে ছেলেকে ভাবা হয় লুজ়ার, ছেলে সম্পর্ক ভাঙলে তাকে ভিলেন বানিয়ে দেয় সমাজ।

৪. প্রেম করলে বিয়ে করতেই হবে - এটাই আমাদের সমাজের নিয়ম।

৫. প্রেম করলে মেয়েটিকে সবসময় প্রধান্য দিতে হবে। পুরুষকে সেই দায়িত্ব একা কাঁধে বহন করতে হবে।

৬. বিবাহিত কাপল যদি একসঙ্গে বেড়াতে যায়, সেটা দারুণ ব্যাপার। প্রেমিক-প্রেমিকা বেড়াতে গেলে সবাই বলে নির্লজ্জ।  
২৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে