বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ১১:৫০:৪৭

মৃত্যু নিয়ে সেলফি প্রজন্মের তামাশা!

মৃত্যু নিয়ে সেলফি প্রজন্মের তামাশা!

এক্সক্লুসিভ ডেস্ক : সেলফি জ্বরে আক্রান্ত গোটা দুনিয়া।  মায়ের জন্য খোড়া কবরের পাশে দাঁড়িয়ে সেলফি, নামাজ পড়া ও কবর জিয়ারত করার সময় সেলফি,
হজ করতে গিয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সেলফি নানাভাবে নানা ভঙ্গিতে সেলফি তুলে আপলোড করছেন কতজনে।  এ নিয়ে সমালোচনাও কম হচ্ছে না।

সেলফি তুলতে গিয়ে মুত্যুর ঘটনাও ঘটেছে।  মৃত্যুর পর মন খারাপ হওয়ার পরিবর্তে একগাল হেসে লাশের সঙ্গে তোলা হচ্ছে সেলফি।  ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে কত ধরনের সেলফি চোখে পড়ে তার কোনো ইয়াত্তা নেই!

কিছুদিন আগে এক ছেলে নিজের বাবার লাশ কাঁধে নিয়ে কবরের দিকে যাচ্ছেন।  সেই ছবি ফেসবুকে আপলোড দিয়েছেন লাশ কাঁধে রেখেই।  তাতে ছবির ক্যাপশনে লিখেছেন- ‘আমি এবং আমার কাঁধে বাবার লাশ, কবরের দিকে যাচ্ছি।  সবাই দোয়া করবেন।’

গত রমজানে দেখা গেল তারাবিহ'র নামাজে সেজদারত এক মেয়ের সেলফি।  ভাবুন তো কতটা সেলফি রোগে আক্রান্ত হলে এমন কাজ করা যায়!

কিছুদিন আগে এক ছেলে তার মায়ের জন্য খোড়া কবরের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে! মায়ের মৃত্যর পরও তার হাসিমুখ।  তার বন্ধুরা তখন কবর খুঁড়ছিলেন।  তারাও তখন শোক ভুলে ক্যামেরার ফ্রেমে হাসিমুখে পোজ দেন।

হজ করতে গিয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে আপলোড দিয়েছেন এক ব্যক্তি।  ক্যাপশনে লিখেছেন- ‘it's imagine, I'm LOL’

নাতি তার দাদার লাশের সাথে নিচ্ছে সেলফি।  ক্যাপশনে লিখছেন, ‌‘আমার দাদা এই মাত্র পরকালে চলে গেলেন! লাশের পাশে বসে কি সুন্দর করে হাসি মুখে সেলফি নিচ্ছেন!

ফেসবুকে এক ব্যক্তি তার মৃত বোনের কবর দেয়ার সময় তোলা সেলফি পোস্ট করে সমালোচনার মুখে পড়েন।  কবর দেয়া অবস্থা সবার সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিয়ে আবার দোয়া চেয়েছেন নিজের বোনের জন্য।

গেল বছরের শেষদিকে মৃত ব্যক্তির সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তিন কিশোর।  ছবিতে দেখা যায়, মৃত নানা শুয়ে আছেন হাসপাতালের ট্রলিতে, আর তাকে ঘিরে তার তিন নাতি সেলফি তুলছেন।  সেই তোলা ছবি তারা আপলোড করে ফেসবুকে।  ছবির ক্যাপশনে লিখেছে, ‘যাকে নিয়ে এত মজা করতাম, যাকে ঘিরে ছিল আমাদের হাসিখুশি, যার সাথে কথা না বলে থাকতাম না; সে হলো আমার নানা।  তিনি আর নেই। চলে গেছেন না ফেরার দেশে।  নানা, আমরা তোমায় কোনোদিন ভুলবো না’।
২৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে