বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬, ১২:০২:৩৪

ড্রাইভারের সিটে বসে একদিনের জন্য সাফাইকর্মী ছয় বছরের এই খুদে!

 ড্রাইভারের সিটে বসে একদিনের জন্য সাফাইকর্মী  ছয় বছরের এই খুদে!

এক্সক্লুসিভ ডেস্ক : বয়স মাত্র ৬ বছর।  এ বয়সেই ইথান ডিনের স্বপ্ন, সে গারবেজ ম্যান (জঞ্জাল সাফাইকর্মী) হবে।  খেলনা গারবেজ ট্রাক দিয়ে খেলা তার সবথেকে প্রিয়।

এক জটিল রোগে আক্রান্ত ছোট্ট ইথানের এ ইচ্ছে পূরণ করতে সত্যিকারের গারবেজ ট্রাকে চাপিয়ে জঞ্জাল সাফ করানোর উদ্যোগ নিয়েছিল মেক আ উইশ ফাউন্ডেশন।

ড্রাইভারের সিটে চেপে সত্যি স্বপ্নপূরণ হলো তার। সবুজ টুপি পরে ড্রাইভারের সিটে বসে জঞ্জাল সাফ করল 'হিরো ইথান'।  ইথানের ক্লিনিং আপ গারবেজ দেখতে হাজির হয়েছিল কয়েকশ' মানুষ।  অবাক হয়েছে তার স্কুলের বন্ধুরাও।

সাম থারমান নামে এক ওয়েস্ট ম্যানেজমেন্ট কর্মী ইথানের গাড়ির চালক ছিলেন।  তিনি বলেন, ইথানের মুখ দেখে তার মনে হচ্ছিল, যেন কোনও ক্রিস্টমাসের সকালে প্রথম উপহারের ঝুলি থেকে উপহার বের করে খুলছে সে।  এতটাই খুশি ঝড়ে পড়ছিল তার চোখে মুখে।
    
ছোট্ট ইথান এক জটিল রোগে আক্রান্ত।  আট সপ্তাহ বয়স থেকে এ রোগের চিকিত্সা শুরু হয়েছে।  এ ব্যাধিতে ফুসফুসে সংক্রমণ হয়।  পুরু শ্লেষ্মা জমে। এ রোগে আক্রান্ত মানুষদের গড় আয়ু ৪০ বছর।
    
মেক আ উইশ ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
২৭ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে