রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৬:০৬:২৪

মাঝসমুদ্রে এটা কী?

মাঝসমুদ্রে এটা কী?

এক্সক্লুসিভ ডেস্ক : মাঝসমুদ্রে ভেসে থাকা এটা কি?  ছবিটি দেখলে অনেক কিছুই মনে হতে পারে।  মনে হতে পারে, উলটে যাওয়া কোনো নৌকা বা হট এয়ার বেলুনের অংশ।  

বাস্তবেও দূর থেকে থেকে এমনটাই মনে হয়েছিল জেলে মার্ক ওয়াটকিন্সের।  কিন্তু তিনি যতই কাছে এগিয়েছেন ততই তার ভুল আস্তে আস্তে ভেঙেছে।

আসলে এটা কী? পশ্চিম অস্ট্রেলিয়ার বাসিন্দা ওয়াটকিন্স ভারত মহাসাগরের ওপর ভাসতে থাকা ওই বলটির কাছাকাছি যাওয়ার পর বুঝতে পারেন- যা ভেবেছিলেন আদতে তা নয়।  

উলটানো নৌকা বা হট এয়ার বেলুনের অংশও নয়। এটা আসলে উল্টে থাকা একটা মৃত তিমির আস্ত দেহ।  তবে এভাবে দেখাচ্ছে কেন? ওয়াটকিন্স বলেন, তিমির পাকস্থলী গ্যাসে ভরে যাওয়ায় এভাবে ফুলে একেবারে বলের মতো হয়ে গেছে।

কীভাবে বুঝলেন এটি তিমির মৃতদেহ? জবাবে ওয়াটকিন্স বলেন, কাছে যাওয়ার পর গন্ধ থেকে বুঝতে পারি যে, এটি তিমির দেহ ছাড়া আর কিছুই নয়।
৩১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে