রবিবার, ৩১ জুলাই, ২০১৬, ০৬:৩৫:৪১

দুঃসাহসিক এক লোকের কাণ্ড, ২৫ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ!

 দুঃসাহসিক এক লোকের কাণ্ড, ২৫ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ!

এক্সক্লুসিভ ডেস্ক : প্যারাসুট ছাড়াই ২৫ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়েছেন ইনি।  এমন দুঃসাহসিক কাণ্ড করে ইতিহাস গড়লেন মার্কিন নাগরিক লুক অ্যাকিন্স।  শুধু ঝাঁপ দিয়েই তিনি ক্ষ্যান্ত থাকেননি,  অবতরণ করতে পেরেছেন সুতোয় তৈরি নেটের জালে।  

এর আগে কোনো ব্যক্তি কোনো প্রকার প্রযুক্তি ছাড়াই অতটা উঁচু থেকে ঝাঁপ দেয়া তো দূরের কথা, আজ অবধি সাহসও করতে পারেননি।  অথচ লুকের এমন বুকভরা সাহস! আকাশ থেকে নির্দ্বিধায় ঝাঁপ দেয়ার রয়েছে এক বিশাল অভিজ্ঞতা।  

এখন পর্যন্ত লুক ১৮ হাজার বার আকাশ থেকে ঝাঁপ দিয়েছেন।  দক্ষিণ ক্যালেফোর্নিয়ার সিমি ভ্যালিতে হলো লুকের আখড়া।  এখানেই দলের সদস্যদের নিয়ে এমন ভয়ঙ্কর চেষ্টা চালান দিনের পর দিন।

তবে এখন পর্যন্ত তারা শুধু আকাশ থেকে ঝাঁপ দেয়ার ব্যাপারটিই রপ্ত করতে পেরেছেন।  ভবিষ্যতে আরো ভয়ঙ্কর কিছু করার পরিকল্পনাও আছে তাদের, যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এই সিমি ভ্যালিতেই তারা একশ' বর্গফুটের একটি সুতার নেটের ওপর এই প্রশিক্ষণ চালান।  সর্বশেষ যে ঝাঁপটি দিলেন তিনি, তা মার্কিন টেলিভিশন ফক্স নিউজ সরাসরি দেখায় জনগণের উদ্দেশ্যে।

৪২ বছর বয়সী লুক ১৯৩ কিলোমিটার বেগে মাটির দিকে নেমে আসেন।  ২৫ হাজার ফুট উঁচু থেকে মাটিতে নামতে লুকের সময় লেগেছে মাত্র দুই মিনিট।

মাটিতে নামার সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে সমবেত জনতা।  জনতার মাঝে ছিল তার প্রিয় স্ত্রী ও সন্তান। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ফক্স নিউজকে লুক বলেন, আমিভাসছিলাম- এটা যেন এক কথায় অবিশ্বাস্য।  বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে আমার।  আমার মুখে এখন কোনো কথা আসছে না।

তবে লুক ঝাঁপ দেয়ার শেষমুহূর্তে পরিকল্পনা বাতিল করতে চেয়েছিলেন।  কারণ তার নিরাপত্তার জন্য বারবার একটি প্যারাসুট নিতে বলা হচ্ছিল।  

প্যারাসুট না নিলে তাকে ঝাঁপ দিতে দেয়া হবে না এমনটাও ঘোষণা দিয়েছিল আয়োজক কমিটি।  কিন্তু এমন উঁচু থেকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দিলে অতিরিক্ত ওজনের জন্য হিতে বিপরীত হতে পারতো।

তবে শেষমেষ লুকের হিসাবই ঠিক ছিল।  প্যারাসুট না নেয়ার কারণে স্বাভাবিকভাবেই লুক মাটিতে অবতরণ করতে সক্ষম হন।
৩১জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে