এক্সক্লুসিভ ডেস্ক : চালক ছাড়াই ব্যস্ত রাস্তায় চলল বাস। এ প্রচেষ্টা অনেকদিন আগে থেকেই। বিশ্বে এই প্রথম নজির গড়ল চীন। ওভারটেক থেকে শুরু করে ট্র্যাফিক নিয়ম মেনে গাড়ি চালানো, বিনাচালকে সবকিছুই করে দেখাল চীনের নয়া প্রযুক্তির এই বাস। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।
হেনান প্রদেশে হয়ে গেল চালকবিহীন বাসের ট্রায়াল রান। বাস নির্মাণ সংস্থা ইউতোং বাস কোম্পানি লিমিটেডের তৈরি ১০.৫ মিটার লম্বা বাস চালক ছাড়াই শেষ করল ৩২.৬ কিলোমিটার সফর। ঝংঝু থেকে কেফেংগ শহরে যাওয়ার যাত্রাপথে বাসটিকেপার করতে হয়েছে ২৬টি সিগন্যাল, ওভারটেক করতে হয়েছে তীরবেগে ছুটে চলা অন্যান্য যানবাহনকে।
সবক্ষেত্রেই ট্রায়ালে ডিস্টিংকশন পেয়ে পাস করেছে নয়া প্রযুক্তির এই বাস।
বাসটির সঙ্গে জুড়ে দেয়া আছে দুটি ক্যামেরা, চারটি লেজার র্যাডার, ওয়েব র্যাডার ও নেভিগেশনের যন্ত্রপাতি।
ট্রায়ালে ভালোভাবে উতরে গেলেও বাস আনুষ্ঠানিকভাবে পথে নামাতে এখনো কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।
৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম