মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ০৭:৩২:৫০

আইফোন থেকে সাবধান!

আইফোন থেকে সাবধান!

এক্সক্লুসিভ ডেস্ক : আমাদের চার পাশে এখন যেন আইফোনের মেলা বসেছে। যেদিকে তাকাই সেদিকে সবার হাতেই এখন এ ফোনগুলো দেখা যায়। বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই ফোনগুলো। তার কারণে অাগের সেই ফোনগুলো যেন কালেরগর্ভে হারিয়ে যাচ্ছে। আর এর ফলে কিন্তু অনেক বড় ধরণের সমস্যারও সৃষ্টি হচ্ছে। যেমন অস্ট্রেলিয়ায় আইফোন বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তির উরু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ছয়মাস আগে তিনি ফোনটি কিনেছিলেন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালেস’র বন্ডির বাসিন্দা গারেথ ক্লিয়ার (৩৬) রোববার দুপুরের পর তার সাইকেলে চড়ে যাচ্ছিলেন। এসময় দুর্ঘটনাবশত তিনি পড়ে যান তার আইফোন-৬- এর ওপর। তখন আইফোনটি বিস্ফোরিত হয়। এতে গলিত পদার্থ লেগে তার উরু দগ্ধ হয়।

ক্লিয়ার জানান, বিস্ফোরণের শব্দ শোনার আগে তিনি ধোঁয়া দেখতে পান। এতে তার উরু মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।

তিনি আরো জানান, অ্যাপল এ বিস্ফোরণের বিষয় তদন্ত করছে। নিউজ করপোরেশনের পক্ষ থেকে কোম্পানির এক মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

উল্লেখ্য, এর আগেও আইফোন বিস্ফোরণ হয়ে অনেক বড় ধরণের দুর্ঘটনার ঘটেছে। যুক্তরাষ্ট্রের আরেক কিশোরীর বালিশের নিচে রেখে চার্জ দেয়ার সময় গ্যালাক্সি এস ফোর পুড়ে গলে গিয়ে বালিশ পুড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
২ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে