মঙ্গলবার, ০২ আগস্ট, ২০১৬, ১০:৩৫:১৫

চীনে এ কেমন আজব নিয়ম?

চীনে এ কেমন আজব নিয়ম?

এক্সক্লুসিভ ডেস্ক : আগে সবাই জানতো শিব ঠাকুরের দেশে আইন কানুন ঠিক মতো মানা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে 'শিব ঠাকুরের আপন দেশে আইন কানুনের যত সর্বনাশ'। তাই এখন মনে হচ্ছে এই শিব ঠাকুরের দেশটা আসলে বোধ হয় চীন দেশ। শুনলে আপনি অবাক হবেন, চীনের রাস্তায় কাউকে যদি কোনো গাড়ি ধাক্কা মারে তাহলে সেই ধাক্কা মারা গাড়ির চালক আবারো আহত ব্যক্তিকে আঘাত করে মেরে ফেলতে চেষ্টা করেন।

জানা যায়, একটি BMW গাড়ি কিছুদিন আগেই চীনের রাস্তায় একটি দু'বছরের বাচ্চা মেয়েকে ধাক্কা মারে, বাচ্চাটি তার দাদির সঙ্গে যাচ্ছিল। ধাক্কা মারতেই শিশুটির দাদি চিত্কার করে গাড়ির চালককে বলে সে এটা কী করল! আর তক্ষুণি নাকি গাড়িটি ঘুরে এসে আবার ধাক্কা মেরে শিশুটিকে একদম চাপা দিয়ে দেয়ার চেষ্টা করে।

জানা যাচ্ছে, চীনের একটা প্রাচীন প্রবাদ অনুযায়ী, 'কাউকে ধাক্কা মারার চেয়ে তাকে মেরে ফেলা ভাল।' কিন্তু শুধু প্রবাদই নয়, চীনের একটি আইন রয়েছে যার জন্যই এই প্রবণতা এতটা বড়ছে বলে মনে করেন ওয়াকিবহাল মহল। চীনের আইন অনুসারে, পথ চলতি কোনো মানুষকে কোনো গাড়ি ধাক্কা মারলে সেই আহত ব্যাক্তি যতদিন বেঁচে থাকবে তাকে ততদিনই ক্ষতিপূরণ দিতে হবে অভিযুক্ত গাড়িটিকে। কিন্তু যদি ধাক্কা লেগে কেউ মারা যায়, সেক্ষেত্রে মৃত ব্যক্তিকে এককালীন ক্ষতিপূরণের টাকা দিয়ে দিলেই মিটে যায়। ফলে যেহেতু একলীন খরচটা অনেকটাই কম তাই এই মেরে ফেলার প্রবণতাটা বেড়ে যাচ্ছে।-জিনিউজ
২ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে