বুধবার, ০৩ আগস্ট, ২০১৬, ০৬:১৪:৩৯

যানজটে বাসের নিচ দিয়েই চলতে পারবে প্রাইভেট কার!

যানজটে বাসের নিচ দিয়েই চলতে পারবে প্রাইভেট কার!

এক্সক্লুসিভ ডেস্ক : বিশাল অাকৃতির বাসের নিচ দিয়ে অনায়াসে বের হয়ে যাচ্ছে প্রাইভেট কার।  কিছুদিন আগে এমনই এক পরিকল্পনার কথা প্রকাশ করেছিল চীন।

সেই মোতাবেক নির্মিত একটি বাস দেশটির রাস্তায় পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে।  

এ খবর দিয়েছে ফক্স নিউজ।

পরীক্ষামূলক চালু হওয়া বাসটির নাম ট্রানজিট এলিভেটেড বাস (টিইবি-১)।  ২৫ ফুট চওড়া ও ৭২ ফুট লম্বা বাসটি চলাচলে বাড়তি স্থান প্রয়োজন হয় না।

বাসটি চলাচলের জন্য রাস্তার দুই পাশে রেললাইন ধরনের লাইন বসানো হয়েছে।  নিজস্ব ট্রাফিক লাইট ও দুর্ঘটনা এড়াতে বিভিন্ন সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে।  প্রথম পর্যায়ে বাসটির গতি প্রতি ঘণ্টায় ৩৭ মাইল রাখা হয়েছে।

বাসটির যাত্রী ধারণক্ষমতা ৩০০।  ব্যস্ত সময়ে অফিসগামী যাত্রীদের নিয়ে যানজটের ওপর দিয়ে অনায়াসে চলাচল করতে পারবে বাসটি।

চীনের কুইনহুয়াংডাও শহরে এ বাসটির পরীক্ষা করা হচ্ছে।  সেখানে কম্পিউটারে মডেল তৈরির তিন মাসেরও কম সময়ে বাস্তবে তৈরি করা হয়েছে এ বাস।

বলা হচ্ছে, ট্রাফিক জ্যাম ৩৫ শতাংশ কমাতে সক্ষম হবে এ বাস।  এ বাসের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল, ফ্রান্স, ভারত ও ইন্দোনেশিয়া।
৩ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে