বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ১১:২৪:৪২

পড়া মনে রাখার সহজ কৌশল, ভুলবেন না কখনও

পড়া মনে রাখার সহজ কৌশল, ভুলবেন না কখনও

এক্সক্লুসিভ ডেস্ক: অনেক ছাত্র-ছাত্রীদের পড়া মুখস্থ হয় না। বারবার ভুলে যায়। ভুলে গেলে তো আর চলবে না। নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আর নিজেকে সেরা রুপে গড়ে তুলতে হলে করতে হবে ভালোভাবে লেখাপড়া।

হে পড়া ভুলে যান।তার সমাধানই আমরা আপনাকে দিচ্ছি। কীভাবে পড়া ভুলে যান সেই সমস্যার সমাধান করবেন যেভাবে তা এখন জেনে নিন।

১. মনকে মানে বুঝিয়ে পড়া মুখস্থ করুন।

২. পড়ার সময় উদাহরণের সাহায্য নিন।

৩. গুরুত্বপূর্ণ বিষয়গুলি হাইলাইট করে পড়ান।

৪. এঁকে পড়া বোঝান।  

৫. অনর্গল পড়তে থাকলে তা মনে নাও থাকতে পারে। তাই একটানা না পড়ে কিছু সময় বিরতি দিন। তাতে পড়া মনে থাকবে।

৬. খেলার ছলে পড়ান। তাতে সহজেই পড়া মনে রাখতে পারবে।  

৭. বাড়িতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রাখুন। সেইসঙ্গে পড়ার ঘরে যথেষ্ট আলো, বাতাস ঢোকার ব্যবস্থাও জরুরি। প্রাণবন্ত পরিবেশে পড়াশোনা ভালো হয়। দমবন্ধ পরিবেশে বাচ্চারা পড়তেই চায় না, স্বাভাবিকভাবে পড়া মনেও রাখতে পারে না।

৮. একটু বড় গ্রুপ ডিসকাশনের উপর গুরুত্ব দিন। বন্ধুরা সবাই একসঙ্গে কোনও বিষয় নিয়ে আলোচনা করলে ভালো মনে থাকে। বাড়িতেই এমন গ্রুপ ডিসকাশনের বন্দোবস্ত করে দিন।
০৪ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে