বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ০৯:৫৭:২৮

যে লক্ষণগুলো দেখে বুঝবেন ডেঙ্গু হতে পারে

যে লক্ষণগুলো দেখে বুঝবেন ডেঙ্গু হতে পারে

এক্সক্লুসিভ ডেস্ক : শুধু সিটি করপোরেশনের ওপর দায়িত্ব দিয়ে বসে থাকলে চলবে না। মশার বাড়াবাড়ি রুখতে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকেই। আর প্রয়োজন ডেঙ্গু জ্বরের মারাত্মক উপসর্গগুলি সম্পর্কে সচেতন থাকা। তাহলেই প্রানহানির আশঙ্কা শূন্যে নামিয়ে আনা যেতে পারে। ভরসা দিলেন পেডিয়াট্রিক ক্রিটিকাল কেয়ার স্পেশালিষ্ট ডা পার্থসারথী ভট্টাচার্য।

সবাই এখন ভয় পাচ্ছে এডিস ইজিপ্টা মশা সহ ডেঙ্গুর চার ধরনের ভাইরাসদের। তাই ডেঙ্গুর মারাত্মক লক্ষণগুলো সবারই জেনে রাখা উচিত। বিশেষত ছোট ছোট স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মতো সিভিয়ার ডায়রিয়া শুরু হলে বাড়িতে না রেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করাতে হবে। কী করে বুঝবেন আপনি বা আপনার সন্তান ডেঙ্গুতে আক্রান্ত?

সাধারণ ভাইরাল ফিভারের সঙ্গে ডেঙ্গু জ্বরের বিশেষ তফাৎ না থাকলেও ইদানীং যেহেতু এই জ্বরের প্রকোপ বেড়েছে তাই জ্বর ২৪ ঘন্টা চললেই কোন ঝুঁকি না নিয়ে অবশ্যই রক্ত পরীক্ষা করাতে হবে।

ডেঙ্গু ধরা পড়লেই যে হাসপাতালে ভর্তি থাকতে হবে তা নয়। তবে রোজই নিয়ম করে প্লেটলেট কাউন্ট পরীক্ষা করানো দরকার। আর চিকিতসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো চলবে না।

সাধারণ ভাইরাল ফিভারের মতোই ডেঙ্গু জ্বরে গা হাত পা ব্যথা করে, মাথার যন্ত্রণা হয়। গলা ব্যাথা আর সর্দি থাকতে পারে।

ডেঙ্গু জ্বরের আর এক উপসর্গ পেটে ব্যথা আর বমি বমি ভাব বা বমি। সঙ্গে ডায়রিয়া আর ধুম জ্বর হলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

চোখে খুব ব্যথা করতে পারে। আর অনেকের ডেঙ্গু জ্বরে গা হাত পায়ে ভয়ানক বেশি ব্যথা করে। এই কারণেই ডেঙ্গু জ্বরের আর এক নাম ব্রেক বোন ফিভার বা হাড় ভাঙ্গা জ্বর।

গায়ে ব্যথা করলে ভুলেও নিজের ইচ্ছা মত ব্যথার ওষুধ খাবেন না। এতে অন্ত্র, কিডনি, লিভার সহ শরীরের বিভিন্ন অংশে ব্লিডিং হতে পারে।

ডেঙ্গুর সংক্রমণ হলে রক্তে অনুচক্রিকা বা প্লেটলেট কাউন্ট কমে যেতে শুরু করে। আর এই কারণে শরীরের বিভিন্ন অংশে হেমারেজ অর্থাৎ রক্তক্ষরণ হয়। এর ফলে মশা কামড়ানোর মত লাল লাল র‍্যাশ দেখা যায়। অথবা মাড়ি, নাক বা প্রস্রাবের সঙ্গে রক্ত বেরোতে পারে।-আনন্দবাজার
৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে