বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০১৬, ১০:১১:১৪

পানির ওপর দিয়ে ঝড়ের বেগে ছুটে চলবে যাত্রীবাহী ফেরি

পানির ওপর দিয়ে ঝড়ের বেগে ছুটে চলবে যাত্রীবাহী ফেরি

এক্সক্লুসিভ ডেস্ক : জলপথে শুধু দুই শহরকে একত্র করতেই নয়, যাত্রীদের মন ছুঁতেও নয়া ফেরি সার্ভিস চালু করতে চলেছে ভারতের কেরালা সরকার৷ তবে এটা কোনো সাধারণ ফেরি নয়৷ পানি ছুঁলেও পানিতে নামবে না এই বোট৷ ঝড়ের গতিতে ছুটে যাবে এক প্রান্ত থেকে অপর প্রান্তে৷

খুব দ্রুত এই পরিষেবা চালু হতে চলেছে ভারতের কেরালায়৷ আধা ভাসমান অবস্থায় ঝড়ের বেগে পানির ওপর দিয়ে ছুটে যাবে এই বোট৷ আপাতত এই অত্যাধুনিক বোট চলবে কোচি ও কোঝিকোড়ের মধ্যে৷ ৩০-৪০ নটস গতিতে ছুটবে এই বোট৷ কোচি ও কোঝিকোড়ের মধ্যে এই পরিষেবা সফল হলে অন্যান্য প্রান্তেও এই বোট চালু করার চিন্তাভাবনা রয়েছে কেরালা সরকারের৷

অনেকেই হয়তো ভাবছেন এটি উভচর যান৷ তা কিন্তু নয়৷ এই ‌নৌকা শুধু পানিতেই চলে৷ নাম হাইড্রোফয়েল বোট৷ ওই বোটের তলায় রয়েছে বিমানের ডানার মতো অংশ৷ গতি বাড়ানোর সঙ্গে সঙ্গে এই পাথা পানি থেকে তুলে ধরে নৌকাকে৷ ফলে ‌গতি যেমন বাড়ে, তেমনি বাঁচে জ্বালানিও৷
৪ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে