এক্সক্লুসিভ ডেস্ক : পশু থেকে শুরু করে সব প্রাণীর মধ্যে যুদ্ধ বাঁধা লক্ষ্য করা যায়। তবে রাজপথে সর্প দুনিয়ার ভয়ানক দুই গোত্রের দুই বীরের যুদ্ধ দেখা না গেলেও এবার ঘটেছে তা-ই।
সিঙ্গাপুরের কোনো এক পথে মুখোমুখি হয়ে যায় পাইথন আর কিং কোবরা। মারাত্মক বিষধর সাপের যতগুলো জাত রয়েছে তাদের মধ্যে নিঃসন্দেহে ভয়ানক পাইথন আর কিং কোবরা।
ভয়ানক রাগি পাইথন আর কিং কোবরার মুখোমুখি অবস্থানে শুরু হয়ে যায় যুদ্ধ। কোনো এক পথিক এই বিরল ঘটনাটি ভিডিও করে ফেলেন। অনলাইনে গা শিরশিরে লোমহর্ষক যুদ্ধটি ভাইরাল হয়ে যায়।
চলে টানা ৩০ মিনিটের যুদ্ধ। পাইথনটি কিং কোবরার মাথাটি গোলাকার হয়ে চেপে ধরে। লড়াই শেষে ১০-১২ ফুট দীর্ঘ কিং কোবরাটিকে পাশের ঝোপে চলে যেতে দেখা যায়। সাপের রাজা পাইথনের দেহে প্রাণঘাতী বিষধর দাঁত বসিয়ে দিয়েছে কিং কোবরা।
পরে অবশ্য দুটো সাপকেই ধরে ফেলেন এক্সপার্টরা। কোবরাটির স্থান হয়েছে চিড়িয়াখানায়। আর পাইথনকে ছেড়ে দেয়া হয়েছে বনে।
এক্সপার্টরা জানান, পাইথনটি বাঁচার সামান্য সম্ভাবনা নিয়ে চলে গেছে বনে।
৯ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম