রবিবার, ০৭ আগস্ট, ২০১৬, ০৬:৪৬:০৪

শাহরুখের প্রাসাদ ‘মান্নাত’ সম্পর্কিত কিছু তথ্য

শাহরুখের প্রাসাদ ‘মান্নাত’ সম্পর্কিত কিছু তথ্য

এক্সক্লুসিভ ডেস্ক : তিনি অগণিত মানুষের স্বপ্নের সুপারস্টার। তিনি বলিউডের বাদশা শাহরুখ খান। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় তার বাড়ির সামনে নিয়মিত অসংখ্য ভক্তের ভিড় জমে তাকে এক ঝলক দেখার জন্য। মুম্বাইয়ে গিয়ে অন্তত একবার ‘মান্নাত’ দর্শন করেননি এমন লোক খুব কমই আছেন। এ বার বলিউড বাদশার সেই প্রাসাদের অন্দরমহলের সম্পর্কিত কিছু তথ্য।

২০০১ সালে এই বিশাল সম্পত্তি লিজ নেন শাহরুখ খান। আগে এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। ১৩.৩২ কোটি টাকায় ‘ভিলা ভিয়েনা’ লিজ নেন শাহরুখ। নাম রাখেন ‘মান্নাত’। ‘মান্নাত’ মোট ২৬, ৩২৮.৫২ বর্গফুট এলাকা জুড়ে তৈরি। পশ্চিম বান্দ্রার যে এলাকায় শাহরুখের ‘মান্নাত’, ওই এলাকার জমির বর্তমান দাম বর্গফুট প্রতি প্রায় ৪৩ হাজার টাকা। ‘মান্নাত’-এর জন্য বৃহন্মুম্বাই মিউনিসিপ্যালিটিকে বাত্সরিক ১৯ লক্ষ টাকা দেন শাহরুখ।

পশ্চিম বান্দ্রা এলাকায় বর্তমান জমির দাম অনুযায়ী ‘মান্নাত’-এর শুধু জমির দামই দাঁড়ায় প্রায় ১১৩.২২ কোটি টাকা। পশ্চিম বান্দ্রার এই বিলাসবহুল ভিলার ইন্টেরিয়র ডিজাইন করেছেন গৌরি খান নিজেই। ৬ তলা এই বিলাসবহুল ভিলায় রয়েছে ৫টি বেড রুম, লিভিং রুম, ড্রেসিং রুম, লাইব্রেরি, ডাইনিং রুম, অ্যাওয়ার্ড রুম, জিম, অফিস রুম-সহ একাধিক ঝাঁ চকচকে ঘর।

৭ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে