বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪০:৫৭

৪০০ কেজির সেই বিশাল অজগর

৪০০ কেজির সেই বিশাল অজগর

এক্সক্লুসিভ ডেস্ক : মেয়েটির নাম কারিনা ওলিয়ানি, কাজই হল ভয়ানক সব ছবি তোলা। এক্সট্রিম স্পোর্টস ফোটোগ্রাফার ওলিয়ানি ক'দিন ধরেই তক্কে তক্কে ছিলেন। ব্রাজিলের ৩৩ বছরের মেয়ে এই ফোটোগ্রাফার দেখতে পেয়েছিলেন বড় এক অ্যানাকন্ডা।

কিন্তু কিছুতেই ক্যামেরায় ধরা দিচ্ছিল না সেই বড় অজগর বা অ্যানাকোন্ডা। চার দিন অপেক্ষার পর অ্যানাকন্ডার খোঁজে জলে ঝাঁপ দিল কারিনা। কিছুক্ষণ জলের নিচে ঘোরাঘুরে পর সন্ধান পেল অ্যানাকোন্ডার ডেরার।

তারপর সেই ডেরা থেকে বেরিয়ে এলো মস্তবড় এক বড় অজগর। কারিনার আন্দাজ সেই অ্যানাকন্ডার ওজন ৪০০ কেজি। সেই বড় অজগরের পুরোটা দেখতে পায়নি সেই মহিলা ফটোগ্রাফার। সেই অভিজ্ঞতা বলতে গিয়ে ও বলল, ''সত্যি বলতে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল এই মনে হয় আমায় গিলে খেলো।''  

অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশ মিনিট ধরে সেই অ্যানাকোন্ডার ছবি তোলে সে। দাবি করা হচ্ছে, জলের নিচে ক্যামেরায় ধরা পড়া এটাই নাকি 'সবচেয়ে বড়' অ্যানাকোন্ডা।

৩০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে