সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৭:০৭:৪৭

সদ্য গবেষণা: একটি কারণে আপনাদের স্মার্টফোনটি বাদ হতে পারে

সদ্য গবেষণা: একটি কারণে আপনাদের স্মার্টফোনটি বাদ হতে পারে

এক্সক্লুসিভ ডেস্ক: আপনি কি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? ফোনে কি কোয়ালকম প্রসেসর রয়েছে? এই দুই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তা হলে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য এবং আপনার সাধের স্মার্টফোন দু'টোই বিপদে রয়েছে।

সদ্য সফ্টওয়্যার সিক্যুরিটি সংস্থা চেক পয়েন্ট গবেষনা করে জানিয়েছে, প্রসেসরে বেশ কিছু গলদ রয়েছে যার জন্য কোনও হ্যাকার চাইলে আপনার স্মার্টফোনটি বাদ করে দিতে পারে ।

চেক পয়েন্ট একটি ব্লগ পোস্টে লিখিছে, 'মূলত এই প্রসেসরে ৪টি গলদ রয়েছে। কোয়াডরুটারের এই গলদের সাহায্যে কোনও হ্যাকার চাইলে আপনার ফোনের দখল নিতে পারে। তার জন্য বিশেষ কোনও অনুমতিরও প্রয়োজন হবে না।

ফোনের যাবতীয় নথি দেখা থেকে শুরু করে ছবি তোলা, ভিডিয়ো তোলা, ভয়েস রেকর্ড, জিপিএস ট্র্যাক, কি-লগিং — এ সবই করা যেতে পারে। যে কোনও ছোট্ট মেলওয়্যার জাতীয় অ্যাপের মাধ্যমে আপনার ফোন চিরতরে অন্যের দখলে চলে যেতে পারে।'

সংস্থাটি আরও জানিয়েছে, যে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে ভালো করে পারমিশনের পাতাটি পড়ে নেওয়া উচিত। যদিও এই কাজটি বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী করেন না।

নতুন কোনও অ্যাপ ডাউনলোড করার পর যদিও কোনও সন্দেহজনক কিছু নজরে আসে, তা হলে দ্রুত সেই অ্যাপ আনইনস্টল করার পরামর্শ দিয়েছে চেক পয়েন্ট। তেব এতেই সমস্যা মিটবে না।

এক বার কোনও মেলওয়্যার জাতীয় 'বাগ' ফোনে ঢুকে গেলে তা সহজে বার করা যায় না। কারণ এই ড্রাইভারগুলি তৈরি হওয়ার সময় থেকে ফোনে প্রিইনস্টল করা হয়।

ফলে সেগুলো থেকে মুক্তি পেতে অথরাইজড সার্ভিস সেন্টার ছাড়া গতি নেই। সেখানেই সফ্টওয়্যার প্যাচ ঠিক করা যেতে পারে। যখনই লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট নজরে আসবে, তা দ্রুত ডাউনলোড করে ফোনে ইনস্টল করতে বলা হয়েছে ব্লগে।

যে সমস্ত ফোনে সব থেকে বেশি হ্যাকিংয়ের সম্ভাবনা রয়েছে সেগুলি হল স্যামসাঙ গ্র্যালাক্সি S7, S7 এজ, ওয়ান প্লাস 3, গুগল নেক্সাস 5X, নেক্সাস 6, নেক্সাস 6P, LG G5, G4, LG V10, ওয়ান প্লাস 1, ওয়ান প্লাস 2 এবং আরও বেশ কিছু হাই এন্ড হ্যান্ডসেট। গত মার্ত মাসে কোয়লকমের তরফ থেকে কিছু বাগ ফিক্স করা হয়েছিল, তবে তা যথেষ্ট নয় বলে জানিয়েছে চেক পয়েন্ট।
০৮ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে