সোমবার, ০৮ আগস্ট, ২০১৬, ০৯:১৯:০৯

১৩টি এমন চাকরি যেখানে মাইনে সর্বাধিক কিন্তু খা়টুনি সপ্তাহে ৪০ ঘন্টার কম

১৩টি এমন চাকরি যেখানে মাইনে সর্বাধিক কিন্তু খা়টুনি সপ্তাহে ৪০ ঘন্টার কম

এক্সক্লুসিভ ডেস্ক: সপ্তাহে ৪০ ঘন্টা শ্রমদানই অধিকাংশ চাকরির ক্ষেত্রে নিয়ম। কিন্তু বহু চাকরিতেই সেই নীতি মানা হয় না। ফলে ৪০ ঘন্টার বেশি খাটতে হয় কর্মীদের। সম্প্রতি তাই আমেরিকান কমিউনিটি সার্ভে ইন্টিগ্রেটেড পাবলিক ইউজ মাইক্রোডাটা সিরিজ-এ প্রকাশ করা হয়েছে আমেরিকার এমন ১৩ টি চাকরির হদিশ, যেখানে সাপ্তাহিক পরিশ্রমের পরিমাণ ৪০ ঘন্টার কম কিন্তু এক সপ্তাহে রোজগার ৩০ লক্ষ টাকার বেশি। আসুন, জেনে নিই সেই চাকরিগুলির কথা—

ডেন্টিস্ট: প্রতি সপ্তাহের গড় খাটুনি— ৩৭.৮৩ ঘন্টা। কমবেশি রোজগার— ৮৭ লক্ষ টাকা। কী করতে হয়— দাঁতের ডাক্তারের কাজ কী, তা কি আর বলে দিতে হবে।

ফার্মাসিস্ট: প্রতি সপ্তাহের গড় খাটুনি— ৩৮.৩৮ ঘন্টা। কমবেশি সাপ্তাহিক রোজগার— ৬৮ লক্ষ টাকা। কী করতে হয়— ওষুধপত্র সম্পর্কে বিশেষজ্ঞের কাজ করাই এঁদের কাজ।

অপ্টোমেট্রিস্ট: প্রতি সপ্তাহের গড় খাটুনি— ৩৯.০৩ ঘন্টা। কমবেশি সাপ্তাহিক আয়— ৬৭ লক্ষ টাকা। কী করতে হয়— সোজা কথায় চোখের চিকিৎসা।

রেডিয়েশন থেরাপিস্ট: প্রতি সপ্তাহের গড় খাটুনি— ৩৮.৪০ ঘন্টা। কমবেশি সাপ্তাহিক আয়— ৪৭ লক্ষ টাকা। কী করতে হয়— ক্যানসার রোগীদের রেডিয়েশন দিয়ে চিকিৎসা প্রদান করা।

অডিওলজিস্ট: প্রতি সপ্তাহের গড় খাটুনি— ৩৭.৭৭ ঘন্টা। কমবেশি সাপ্তাহিক আয়— ৪৩ লক্ষ টাকা। কী করতে হয়— শ্রবণশক্তির ও কানের সমস্যার চিকিৎসা করা।

ফিজিকাল থেরাপিস্ট: প্রতি সপ্তাহের গড় খাটুনি— ৩৭.৪৩ ঘন্টা। কমবেশি সাপ্তাহিক আয়— ৪৩ লক্ষ টাকা। কী করতে হয়— মানুষের কাজকর্ম করার দক্ষতা বাড়ানো, শরীরের বিভিন্ন অংশের ব্যথা কমানো ইত্যাদিতে সাহায্য করা।

টেকনিকাল রাইটার্স: প্রতি সপ্তাহের গড় খাটুনি— ৩৯.৬১ ঘন্টা। কমবেশি সাপ্তাহিক আয়— ৪১.৫ লক্ষ টাকা। কী করতে হয়— বিভিন্ন জিনিসপত্রের ম্যানুয়াল, ব্যবহারবিধি ইত্যাদি লেখা।

অকুপেশনাল থেরাপিস্ট: প্রতি সপ্তাহের গড় খাটুনি— ৩৬ ঘন্টা। কমবেশি সাপ্তাহিক আয়— ৪০ লক্ষ টাকা। কী করতে হয়— দৈনন্দিন বা পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মানুষকে সাহায্য করা।

চিরোপ্র্যাক্টর: প্রতি সপ্তাহের গড় খাটুনি— ৩৯.৭৫ ঘন্টা। কমবেশি সাপ্তাহিক আয়— ৪০ লক্ষ টাকা। কী করতে হয়— শিরদাঁড়া ও অন্যান্য হাড়ের সমস্যার চিকিৎসা করা।

মনস্তত্ত্ববিদ: প্রতি সপ্তাহের গড় খাটুনি— ৩৬.৭৫ ঘন্টা। কমবেশি সাপ্তাহিক আয়— ৩৮ লক্ষ টাকা। কী করতে হয়— লোকের মানসিক সমস্যার চিকিৎসা করা।

রেজিস্টার্ড নার্স: প্রতি সপ্তাহের গড় খাটুনি— ৩৭.৫৭ ঘন্টা। কমবেশি সাপ্তাহিক আয়— ৩৭.৫ লক্ষ টাকা। কী করতে হয়— একজন নার্সের কাজ কী, তা কি আর বলতে হবে আলাদা করে?

স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট: প্রতি সপ্তাহের গড় খাটুনি— ৩৭.৫৯ ঘন্টা। কমবেশি সাপ্তাহিক আয়— ৩৬ লক্ষ টাকা। কী করতে হয়— কথা বলা, ভাষা শিক্ষা বা গলার আওয়াজে যাদের সমস্যা থাকে তাঁদের চিকিৎসা করা।

পোস্টাল সার্ভিস ক্লার্ক: প্রতি সপ্তাহের গড় খাটুনি— ৩৯.৩২ ঘন্টা। কমবেশি সাপ্তাহিক আয়— ৩৪ লক্ষ টাকা। কী করতে হয়— চিঠি, পার্সেল গ্রহণ, স্ট্যাম্প পোস্টকার্ড বিক্রি, মানি অর্ডার পাঠানোর বন্দোবস্ত করা।-এবেলা
৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে