ফেনী : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়ার ফেনীর ফুলগাজীর বাড়ির আঙিনায় কাঙালিভোজ করেছে আওয়ামী লীগ।
কাঙালিভোজে বেগম জিয়ার পরিবারের একাংশসহ হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মাানুষ উপস্থিত ছিলেন। ভোজে ৫টি গরু জবাই করা হয়েছে বলে জানান নেতাকর্মীরা।
শোক দিবস উপলক্ষে বেগম জিয়ার বাড়ির সামনে ইস্কান্দারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম।
বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।
আলাউদ্দিন চৌধুরী নাসিম বলেন, বেগম খালেদা জিয়া এ বছর জন্মদিন পালন না করে জন্মদিন নিয়ে হঠকারিতা করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে জন্মদিন প্রত্যাহারের ঘোষণা না দিয়ে ছলচাতুরির আশ্রয় নিয়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে যদি তিনি ঘোষণা দিয়ে জন্মদিন পালন প্রত্যাহার করতেন তাহলে জাতির কাছে সম্মানি হতেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি ও খাবার বিতরণ করেন।
সকালে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আলাউদ্দিন চৌধুরী নাসিম। জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন স্থানে প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কাঙালিভোজ ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম