ফেনী : প্রবাসী এক স্বামীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় মজে যাওয়ার অভিযোগে এক চা দোকানিকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে শাস্তি দেয়া হয়েছে।
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু এ শাস্তি প্রদান করেন।
শুক্রবার ওই ইউনিয়নের চরশাহাভিকারী গ্রামের কারামতিয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সামছুল হক সর্দার বাড়ির আবুধাবী প্রবাসী ইসমাইলের স্ত্রী ছকিনা আক্তার লাভলী ও একই গ্রামের বলিবাড়ির শাহাব উদ্দিনের ছেলে আমিনের মধ্যে পরকীয়া চলছিল।
হতদরিদ্র আমিন তার প্রেমিকার কাছ থেকে দোকানে পুঁজি খাটানোর জন্য কিছু টাকা ধার নেয়। বিষয়টি গ্রামের কিছু বখাটে জানতে পেরে আমিনের কাছে চাঁদা দাবি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের কয়েকজন জানান, আমিন চাঁদা দিতে অস্বীকার করলে বখাটেরা তাকে দেখে নেয়ার হুমকি দেয়।
একপর্যায়ে তারা লাভলিকে প্রলোভন ও ভয় দেখায়। বখাটেদের ভয়ে লাভলী আমিনের কাছে ধার দেয়া টাকা ফেরত চাইলে তাদের সম্পর্কের অবনতি ঘটে।
শুক্রবার লাভলী আমিনের বাড়িতে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী বখাটেরা তাদের দুজনকে আটক করে মারধর করে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ভুট্টুকে জানানো হয়।
পরে চেয়ারম্যান এসে বিচারের নামে আমিনের মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরানোর আদেশ দেন। তবে লাভলীর পাওনা টাকা ও তার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি ওই চেয়ারম্যান।
নির্যাতিত আমিন জানান, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু গণমাধ্যমকে জানান, লাভলীকে তার বাবার দায়িত্বে দেয়া হয়েছে। স্থানীয় লোকজনের মতামতের ভিত্তিতে আমিনকে শাস্তি দেয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম