ফেনী থেকে : বিএনপি অবশ্যই আগামী নির্বাচনে আসবে। কারণ নির্বাচনে আসা ছাড়া তাদের উপায় নেই। তারা চেয়েছিল আগুন সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যাবে। কিন্তু তা সম্ভব হবেনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
রোববার বিকালে ফেনী পৌর প্রাঙ্গনে আয়োজিত জেলা কৃষক লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২০৩০ লাগবেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী ২০২১ সালেই বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।
আপন জুয়েলার্সের মালিকের ছেলে ও তার বন্ধুর হাতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী সম্ভ্রমহানীর মামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্যই সমান। সে যতই ধনীর ছেলে হোক। তাকে শাস্তি পেতেই হবে।
এসময় তিনি বলেন, এক সময় আমাদের দেশ ছিল খাদ্য ঘাটতির দেশ, আজ সে দেশ পরিণত হয়েছে খাদ্য উদ্বৃত্তের দেশে। একটা সময় আসবে- যখন প্রজন্ম ভুলে যাবে এ দেশের মানুষ এক সময় দরিদ্র ছিল। মানুষ না খেয়ে মারা যেত। আজ সে অবস্থা থেকে অনেক দূরে সকল নাগরিক এখন খেয়ে পরে বেঁচে আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক সময় কৃষক অধিক দামে সারসহ কৃষিপন্য ক্রয় করতে হত। এখন কৃষক ন্যায্য দামে কৃষি পন্য কিনে নিজের ভাগ্য বদল করতে পারে। আর তার কারণে সবজি চাষে সারা বিশ্বে ২য় অবস্থানে আছে বাংলাদেশ। মাছ চাষে আছে ৪র্থ অবস্থানে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী ধর্ম ভীরু, কিন্তু ধর্মান্ধ নন। তিনি একটি সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। দেশে জঙ্গী একেবারে নির্মুল হয়নি তবে নিয়ন্ত্রনে আছে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।
বিকাল সাড়ে ৬ টার দিকে অনুষ্ঠানের সম্মেলন উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোতাহের হোসেন মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বি.কম, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জাহানআরা বেগম সুরমা এমপি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সামছুল হক রেজা। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গীটারের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগ সভাপতি জামাল উদ্দিন ছুট্টু।
১৪ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস