নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজী উপকুলীয় এলাকায় ঘুর্নিঝড় মোরা'র মোকাবেলার প্রস্তুতির পাশাপাশি স্থানীয় লোকজনের মধ্যে শঙ্কাও দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার উপকূলীয় সোনাগাজী উপজেলার চর এলাকায় জলোচ্ছ্বাসের আশংকায় উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও স্থানীয় বিদ্যালয়গুলোতে তাদের আশ্রয় নিতে বলা হয়েছে। সোনাগাজীর ৪৪টি আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত শুকনো খাবার, খাবার পানি মজুদ রাখা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় ফেনী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবেলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ভূঞা, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) বৈশাখী বড়ুয়া, এনজিও প্রতিনিধি, রেডক্রিসেন্ট প্রতিনিধি।
জেলা প্রশাসক বলেন, ১০নং বিপদ সংকেত থাকায় ফেনীর উপকূলীয় অঞ্চল সোনাগাজী উপজেলার চরদরবেশ, চরচান্দিয়া, সোনাগাজী সদর ও আমিরাবাদ এ চারটি ইউনিয়নের ৭টি ওয়ার্ডের বাসিন্দাদের বেড়ি বাঁধের ভিতরে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে এবং দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। এছাড়া ৩জন করে ১৪টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।
তিনি জানান লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সোনাগাজীর চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুর্নিঝড়ের আশংকায় মাইকিং শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকটি আশ্রয় কেন্দ্রে কিছু লোক তাদের গবাদিপশু নিয়ে উপস্থিত হয়েছে। তবে বেশির ভাগ ভাগ মানুষই তাদের সামান্য সহায় সম্বল বাড়িতে ফেলে রেখে আশ্রয় কেন্দ্রে যেতে চায়না।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস