সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:৪১:০১

সোনাগাজীতে ব্যাপক সংঘর্ষ, উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ১২ পুলিশ আহত

সোনাগাজীতে ব্যাপক সংঘর্ষ, উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ১২ পুলিশ আহত

সোনাগাজী: সোনাগাজীতে দু'গ্রুপের ব্যাপক সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পুলিশসহ ১২ জন আহত হয়েছে। লন্ডনে বঙ্গবন্ধুর ছবি অবমাননার প্রতিবাদ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে গ্রেফতারের দাবিতে আয়োজিত ছাত্রলীগের মিছিল শেষে সোমবার দুপুরে সোনাগাজী বাজারের জিরোপয়েন্টে আ'লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোবালেব চৌধুরী রবিন, যুবলীগ নেতা নিজাম উদ্দিন শাহীন, আবদুল হালিম সোহেল, সোনাগাজী কলেজ ছাত্রলীগের সভাপতি নেয়ামত উল্যাহ, মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর এমরান, শিমুল মিয়াজী, একরাম হোসেন, চৌধুরী, কামরুল ইসলাম হৃদয়, সাইমন ও শাহীন আলম।
আহতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিনকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন ও সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খোন্দকারের মধ্যে বিরোধ চলে আসছে। লন্ডনে বঙ্গবন্ধুর ছবি অবমাননার প্রতিবাদে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে গ্রেফতারের দাবিতে সোমবার বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি মিছিল নিয়ে সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আ'লীগ কার্যালয়ে প্রতিবাদ সভা করা হয়। সভা শেষে সভাপতি রবিন সমর্থিত সাইমনের সাথে সাধারণ সম্পাদক ইফতেখার সমর্থীত চৌধুরীর সাথে কথাকাটাকাটি হলে সংঘর্ষ বেধে যায়। পরে রবিন সমর্থকেরা দুপুর ১টার দিকে ফেনী-সোনাগাজী সড়ক এক ঘণ্টা পর্যন্ত অবরোধ করে রাখে।

ঘটনার জন্য সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খোন্দকারকে দায়ী করে বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খোন্দকার, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (বহিস্কৃত) টুটুল পাটোয়ারী, হোনা মিয়া, চৌধুরীসহ একদল ছাত্রলীগ কর্মী আমাদের উপর অতর্কিত হামলা করে।

অপরদিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খোন্দকার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন- রবিন ও তার সমর্থকদের উপর হামলাকারীরা ছাত্রলীগে অনুপ্রবেশকারী। আমি তাদের শাস্তি চাই। তিনি আরো বলেন- রবিন সমর্থিত সাইমনের সাথে চাঁদাবাজি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে