মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮, ০৮:৩০:২০

এক হত্যাকান্ডে ৩৯ জনের মৃত্যুদণ্ড দিলেন ফেনীর আদালত

এক হত্যাকান্ডে ৩৯ জনের মৃত্যুদণ্ড দিলেন ফেনীর আদালত

ফেনী থেকে : ফেনী ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যার ঘটনায় ৩৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রধান আসামি মিনারসহ বাকী ১৬ জনকে খালাস দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে ফেনী জেলা ও দায়রা জজ এ রায় দেন। ২০১৪ সালের ২০ শে মে ফেনীতে তৎকালীন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে জখম করে গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় বিএনপি নেতা মাহাতাব উদ্দিন মিনারসহ আরো ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন তার ভাই রেজাউল হক জসিম। ওই বছরের ২৮ শে আগস্ট ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

এ বছরের ২৮শে জানুয়ারি থেকে শুরু হওয়া যুক্তি তর্কে ৫০ জনের স্বাক্ষ্য গ্রহণ করে ১৩ই মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। স্বাক্ষ্য-প্রমাণের ভত্তিতে আজ আদালত ৩৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে