ফেনী থেকে; সদ্য কারামুক্ত জেলা বিএনপির প্রচার সম্পাদক ও যুবদল সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। কখন-কোথায় যাচ্ছেন সেই গতিবিধিও নজরে রাখা হচ্ছে। তার ঘনিষ্ঠরা এসব তথ্য জানিয়েছেন।
তারা আরো জানান, দীর্ঘ প্রায় ১৬ মাস পর ফেনী জেলা কারাগার থেকে গত সোমবার রাতে মুক্তি পান গাজী মানিক। ফেনীর রাজনীতিতে অনেকগুলো মামলা আইনি মোকাবেলা করেই আদালত থেকে জামিন পান। মুক্তি পাওয়ার পরদিন শহরতলীর বিজয়সিংহ এলাকার বাড়ি থেকে বের হননি। বুধবার যখন বাড়ি থেকে বাইরে বের হন, তখন কিছু লোক তাকে অনুসরণ করেন। তিনি সরাসরি রামপুর সৈয়দ বাড়ি সংলগ্ন সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমানের কবর জিয়ারত করেন। সৈয়দ মিজানের মায়ের সাথে সাক্ষাৎ করে সান্ত্বনা দিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সেখান থেকে শহরের পাগলা মিয়ার কবর জিয়ারত করেন। এসময় তার সাথে অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরবর্তীতে তার মালিকানাধীন এসএসকে সড়কের গাজী হোটেলের নিচে কিছুক্ষণ অবস্থান করে ফের বাড়ি চলে যান। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, কোন ধরনের নাশকতা যেন না ঘটে সেজন্য পুলিশ নজর রাখছে।
এমটি নিউজ/এপি/ডিসি