ফেনী থেকে: ফেনীর সুলতানপুরে সদর হাসপাতাল সংলগ্ন নারকেল গাছের নিচ থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। রোববার মধ্যরাতে হাসপাতালের পশ্চিমে রেল লাইনের পাশে কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে নবজাতকটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের ধারণা, অবৈধ সম্পর্কের কারণে জন্ম হওয়ায় শিশুকে রাস্তায় ফেলে রেখে গেছেন কোনো এক মা। রাতে ওই পথ দিয়ে যাওয়ার সময় জনৈক ব্যক্তি বাচ্চাটির কান্নার আওয়াজ পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে ‘ইউ ক্যান চেইঞ্জ ইউথ সোসাইটি’র সদস্য মঞ্জিলা মিমি বলেন, হাসপাতালে অজ্ঞাত নবজাতক ভর্তির খবর পেয়ে তারা এসে তার দেখভাল করছেন। ইতোমধ্যে শিশুটির নাম দেয়া হয়েছে ‘রুবাইদা হাসনা’। মঞ্জিলা মিমি তার ফেসবুকেও এ নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আবারও মা হলাম। মেয়ের নাম দিলাম রুবাইদা হাসনা। সেই সব মাদের বলছি- তোমাদের সন্তানদের কোথাও অবহেলায় রাস্তায় ফেলে যেও না। মানব সৃষ্টি আল্লাহর। তার নিয়তিও আল্লাহর হাতে।’
এদিকে, সুলতানপুর এলাকা থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকের দায়িত্ব নিয়েছেন ফেনীর যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টার। খবর পেয়ে রোববার রাতেই ফেনী সদর হাসপাতালে বাচ্চাটিকে দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
এ নিয়ে ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, নবজাতক কন্যাশিশুটিকে হাসপাতালের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। শারীরিক অবস্থা মোটামুটি ভালো। নবজাতকের দায়িত্ব নিয়েছেন ফেনীর যুবলীগ নেতা জিয়াউল আলম।
এমটি নিউজ/এপি/ডিসি