মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩০:২৬

ফেসবুক খুলে দেয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুক খুলে দেয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিশেষ পরিস্থিতি কারণে ফেসবুক বন্ধ রাখা হয়েছিল। নিরাপত্তার স্বার্থে আমরা এরই মধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছি। তাই অচিরেই খুলে দেয়া হবে ফেসবুক। মঙ্গলবার দুপুরে ফেনী সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচনী কাজ পরিচালনা করছে। মানুষ যাকে ভোট দেবেন তিনি নির্বাচিত হবেন। এখানে কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে নির্বাচন কমিশনের ওপর ন্যাস্ত রয়েছে। তিনি বলেন, জঙ্গিরা সারাবিশ্বের জন্য গ্লোবাল থ্রেড। আমেরিকা, ফ্রান্স, অষ্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় বড় শহরগুলোতে জঙ্গি হামলা হচ্ছে। সে তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে। নিরাপত্তা বাহিনী অনেক ভালো কাজ করছে। মাঝে মাঝে দু’একটি ঘটনা ঘটছে, কিন্তু আমার শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছি। এসময় ফেনী-২ আনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে