ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার কিসমত বাসুডা গ্রামে একটি অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া গেছে।শুক্রবার ওই গ্রামের একটি পুকুরে মাটি খোঁড়ার সময় বোমাটি দেখতে পান শ্রমিকরা। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ বোমাটি শনাক্ত করে। বোমাটি আকারে তিন ফুটের মতো লম্বা আর ওজন ৩৫ থেকে ৪০ কেজি।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, বোমাটি অবিস্ফোরিত মনে হওয়ায় তা সেখানেই রাখা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কুমিল্লা সেনানিবাসের বোমা বিশেষজ্ঞদের বিষয়টি জানানো হয়েছে। শনিবার তারা বোমাটি দেখে করণীয় ঠিক করবেন।তিনি বলেন, দেখে মনে হচ্ছে মুক্তিযুদ্ধ অথবা বিশ্বযুদ্ধের সময় বোমাটি ফেলা হয়েছিল।