বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯, ০৮:৪৫:১৮

সেই অধ্যক্ষের মুক্তির দাবিতে এলাকায় মিছিল

সেই অধ্যক্ষের মুক্তির দাবিতে এলাকায় মিছিল

নিউজ ডেস্ক : ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহার রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার পক্ষে এলাকায় একাধিক মিছিল হয়েছে।

আজ বুধবার দুপুরে ওই মাদ্রাসার কিছু শিক্ষার্থীসহ স্থানীয় বেশ কিছু লোকজন এ মিছিলে যোগ দেন। মিছিলের ব্যানারে সিরাজের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ বলে অভিহিত করে অচিরেই তার মুক্তি দাবি করা হয়।

এদিকে আজ জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরফ উদ্দিনের আদালতে অধ্যক্ষ সিরাজকে হাজির করা হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রিন্সিপাল ছাড়াও মাদ্রাসার শিক্ষক আফছার উদ্দিন ও মাদ্রাসার ছাত্র আরিফকেও আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত প্রিন্সিপালের সাত দিন এবং বাকি দুজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে