বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯, ০৭:২৮:০৯

দাদির কবরের পাশে চিরনিন্দ্রায় মাদ্রাসা ছাত্রী নুসরাত

দাদির কবরের পাশে চিরনিন্দ্রায় মাদ্রাসা ছাত্রী নুসরাত

ফেনী থেকে : মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির দাফন সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফেনীর সোনাগাজীতে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা, জেলা প্রশাসক ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীরা। এসময় তার ভাই বলেন, আমার বোনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এসময় তিনি তার বোনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত সাড়ে ৯ টায় না ফেরার দেশে চলে যান ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি (১৮)। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও তাকে বাঁচানো গেল না। টানা ১০৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন এই ছাত্রী।

গত ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন রাফির মা। এরপর সেই মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে তাকে মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয় তাতে রাফি রাজি না হওয়ায় অধ্যক্ষের পক্ষের লোকজন রাফির গায়ে আগুন ধরিয়ে দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে