ফেনী থেকে : ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নেমেছে। স্থানীয় ও বিভিন্ন জেলার হাজারো মানুষ নুসরাতের জানাজায় অংশ নেন।
অশ্রুচোখে মেয়ে নুসরাতের জানাজা পড়ালেন বাবা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সোনাগাজী সাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নুসরাতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নুসরাতের বাবা একেএম মুসা মানিক।
জানাজা শেষে নিজ মেয়ের লাশের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে নুসরাতকে দাফন করা হয়। এর আগে বিকাল সাড়ে ৫টায় গ্রামের বাড়িতে পৌঁছায় নুসরাতের নিথর দেহ।
উল্লেখ্য, গতকাল বুধবার রাত সাড়ে ৯ টায় না ফেরার দেশে চলে যান ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি (১৮)। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও তাকে বাঁচানো গেল না। টানা ১০৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন এই ছাত্রী।
গত ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন রাফির মা। এরপর সেই মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে তাকে মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয় তাতে রাফি রাজি না হওয়ায় অধ্যক্ষের পক্ষের লোকজন রাফির গায়ে আগুন ধরিয়ে দেয়।