ফেনী থেকে : মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে প্রমাণিত হয়েছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পুলিশ শুধু বিরোধী দল দমনে ব্যস্ত। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশের কোনো ভূমিকা থাকে না বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
শনিবার বিকালে হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে এসব কথা বলেন মওদুদ। পরে বিএনপি নেতারা নুসরাতের কবর জিয়ারত করে মোনাজাত করেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমি রাজনৈতিক কারণে এই বক্তব্য দিচ্ছি না। নুসরাত একজন কিশোরী মেয়ে। এই কিশোরী মেয়েটাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে- তা অত্যন্ত ন্যক্কারজনক ও হৃদয়বিদারক।
এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, মোহাম্মদ শাহাজান, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, সাবেক মহিলা এমপি রেহেনা আক্তার রানু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় উপস্থিত ছিলেন।
মওদুদ আহমদ বলেন, একজন শিক্ষকের মেয়ে আরেক শিক্ষকের কাছে পরম আদরের সন্তানের মতো হওয়ার কথা ছিল। কিন্তু এই নিষ্পাপ মেয়েটি একজন শিক্ষকের লালসার শিকার হতে হয়েছে। এই নৃশংস ঘটনায় আমরা নির্বাক ও হতবাক। এ ঘটনার বিচার দ্রুত আইনে হওয়া উচিত। তাহলে নুসরাতের আত্মা শান্তি পাবে। তার পরিবারের সদস্যরা শান্তি পাবে।